• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের দেখতে হবে না, টাকা দিয়েই সিনেমা হিট করাব, টুইট করে ঘোষণা করলেন ‘বাদশা’ শাহরুখ!

বলিউডের ‘বাদশা’ তিনি। শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্ব জুড়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) অগণিত অনুরাগী রয়েছেন। সেই সুপারস্টার দীর্ঘ চার বছর পর ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন। ‘রকেক্ট্রি’ এবং ‘লাল সিং চাড্ডা’য় ক্যামিও চরিত্রে দেখা দেওয়ার পর এবার ফের হিরোর ভূমিকায় দর্শকদের সামনে আসতে চলেছেন ‘কিং খান’।

দীর্ঘ চার বছর বড় পর্দা থেকে দূরে থাকা সত্ত্বেও শাহরুখের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বরং অনুরাগীরা এখনও তাঁর পাশে রয়েছে। বাদশা পুত্র আরিয়ানের যখন মাদক মামলায় নাম জড়িয়েছিল, তখনও অনুরাগীদের সমর্থন পেয়েছিলেন শাহরুখ।

   

Shah Rukh Khan

পাশাপাশি আগামী বছর তিন তিনটি ছবির কথা ঘোষণাও করেছিলেন বলিউড সুপারস্টার। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। কিন্তু এখন চিত্রটা অন্যরকম। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ‘পাঠান’ (Pathaan) বয়কটের ডাক।

Shah Rukh Khan sad

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছিল ‘বয়কট পাঠান’ ট্রেন্ড। পাল্টা শাহরুখ ভক্তরা আবার ‘ইন্ডিয়া অ্যাওয়েটস পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে টুইট করছিলেন। টুইট-পাল্টা টুইটের মাঝেই খোদ শাহরুখের একটি টুইট (Viral tweet) নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

নেটপাড়ায় ভাইরাল হওয়া টুইটে দেখা যাচ্ছে শাহরুখ লিখেছেন, ‘যদি আমার সিনেমা ‘পাঠান সে পাঙ্গা’ বয়কট করা হয়, তাহলে সব সিনেমা হলের সব সিট কিনে আমি ছবি সুপারহিট করে দেব। যা পারোও করেন নাও। বলিউডের বাদশা আমি। ভাউয়ের অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছি। এবার কী চাও তোমারটাও উড়িয়ে দিই!’

Shah Rukh Khan viral tweet

ভাইরাল হওয়া টুইটে শাহরুখের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ছবিও এক। তবে ইউজার নেম আলাদা। ‘কিং খান’এর টুইটারের ইউজার নেম হল ‘আই অ্যাম এসআরকে’। অপরদিকে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া অ্যাকাউন্টের ইউজার নেম হল, ‘ফেক এসআরকে’। শাহরুখের টুইটার হ্যান্ডেল ঘেঁটেও এমন কোনও টুইট খুঁজে পাওয়া যায়নি। এই জিনিসটি দেখার পরই নেটাগরিকদের কাছে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়ে যায়। টুইটটি যে মিথ্যে, তা নেটিজেনদের বুঝে নিতে আর কোনও সমস্যা হয়নি।