• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবাক কান্ড! নারী নয় চার মাসের অন্তঃসত্ত্বা এই যুবক

Published on:

Mikey Chanel

নারীরাই (Female) সন্তান ধারণের ক্ষমতা রাখেন। তারাই হতে পারেন ‘মা’ (Mother)। প্রাকৃতিকভাবে কখনোই কোনো পুরুষ (Male) সন্তান ধারণ করতে পারেননা। কিন্তু এবার এই নিয়মের ব্যতিক্রম হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন আঠারো বছরের Mikey Chanel। পুরুষ হয়েও চার মাসের অন্তঃসত্ত্বা তিনি।

কিন্তু অধিকাংশ মানুষই বিশ্বাস করতে পারছিলেন না এমন ঘটনা ঘটা কীভাবে সম্ভবপর হল। তবে চিকিৎসকরা এতে আশ্চর্যের কিছুই দেখছেন না। তাদের মতে মিকের শরীরে মহিলাদের প্রজনন অঙ্গ এবং হরমোন থাকায় গর্ভধারণ করা সম্ভব হয়েছে।

Mikey Chanel

মিক এই খবরে বেজায় খুশি। পুরুষ হয়ে জন্মালেও তার আদব-কায়দা কোনোদিনই পুরুষালি ছিলনা। তিনি বরাবরই মা হতে চেয়েছিলেন। আজ তার স্বপ্নপূরণ হতে চলেছে।

Mikey Chanel

মিকের মা এই প্রসঙ্গে জানান, মিক পেটে থাকাকালীন ডাক্তাররা জানিয়েছিলেন তার গর্ভে রয়েছে কন্যাসন্তান। অথচ মিক পুরুষ হিসেবেই জন্ম নেয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Mikey Chanel (@mikeychanel)

এই মেয়েলি হাবভাবের জন্য মিককে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তবে মিক নিজের মনের বিরুদ্ধে গিয়ে জোর করে ‘পুরুষ’ হয়ে উঠতে চায়নি কখনোই। বরং সেবরাবরই নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে এসেছে। আর আজ সে হতে চলেছে মা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥