• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমের কাঁটা সরাতে ইউটিউব দেখে পিস্তল বানিয়ে প্রতিপক্ষকে গুলি যুবকের!

‘বেশ করেছি, প্রেম করেছি করবোই তো’, এই বিখ্যাত গান কম বেশি সকলেরই জানা। কেউ প্রেম করবে আর তাতে বাধা আসবে না তা আবার হয় নাকি? তবে প্রেমিক মানুষের ভয়ে পিছিয়ে যাওয়াও মানায় না। তাই এবার প্রেমের বাঁধা হয়ে দাঁড়ানো প্রতিপক্ষকে শিক্ষা দিতে ইউটিউব ঘেঁটে সবচেয়ে কম খরচে পিস্তল তৈরি করল ২৪ বছরের এক বাংলাদেশী যুবক। এই প্রতিভাবান যুবকের নাম তৌফিকুর রহমান সীমান্ত ।

শুধু তাই নয় পিস্তল বানিয়ে, শনিবার রাতে নিজের তৈরী পিস্তল নিয়ে মানিকগঞ্জ শহরের এলজিইডি অফিসের পাশে প্রতিপক্ষ এহিয়া হোসেন মির্জা ওরফে নূর মোহাম্মদ কে গুলিও করে সীমান্ত। আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শীঘ্রই। সীমান্ত ছোট থেকেই খুব প্রতিভাবান। সে ছবি আঁকা, ইন্টেরিয়র ডিজাইন সহ আরও নানান কাজে পারদর্শী। নবম শ্রেণীর পাঠরত একটি মেয়েকে সীমান্তর পছন্দ হয়।

   

বাংলাদেশ,পিস্তল,গুলি,বন্দুক,ইউটিউব,Bangladesh,Machine gun,youtube

কিন্তু জানা যাচ্ছে, ঘটনাচক্রে তার পছন্দের নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ১৬ বছরের এহিয়া। এহিয়াকে শিক্ষা দিতেই ইউটিউব ঘেঁটে সবচেয়ে কম খরচে কম পরিশ্রমে কিভাবে পিস্তল বানানো যায় তা রপ্ত করে শখের বশেই বানিয়ে ফেলে বারুদ আর সীসার বুলেটের পিস্তল। পরে ওই পিস্তল দিয়েই এহিয়াকে আহত করে সীমান্ত। এহিয়া গুরুতর ভাবে আহত হয়েছে বলে খবর, সীমন্তকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।