• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮ থেকে ৮০ কাঁপছে টুম্পা ফিভারে! সেলুনে চুল কাটতে কাটতে টুম্পা গানে তুমুল নাচ খুদের

Published on:

সদ্য ইউটিউবে (Youtube) রিলিজ হয়েছে অভিজিৎ সরকারের স্বাধীন ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ (Rest in prem) এর একটি আইটেম সং টুম্পা (Tumpa)। সারা পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ভাসান অবধি দাপিয়ে বেড়িয়েছে এই গানই। আরজে সায়ন (Rj sayan) , স্ট্যান্ডআপ কমেডিয়ান দীপাংশু আচার্য্য (Dipangshu acharya) ছাড়াও এই গানের ‘টুম্পা’ হিসেবে ছিল সুমনা দাস। এখন সবার মুখে মুখে একটাই গান ‘টুম্পা সোনা’।

আট থেকে আশি কেউই এই গান শুনে না নেচে নিজেকে সামলাতে পারে না। যেমন এই খুদে। সেলুনে চুল কাটতে গিয়েছিল একরত্তি। গলায় টাওয়াল জড়িয়ে চেয়ারের উপর বসিয়ে চুল কাটা হচ্ছিল তার। প্রথমে ভয় ভরা মুখে শান্ত হয়েই বসেছিল সে। কিন্তু টুম্পা চলতেই আর নিজেকে সামলাতে পারেনি একরত্তি। মাথা দুলিয়ে দুলিয়ে চুল কাটতে কাটতেই শুরু করে নাচ। আর তার এই কান্ডে নাপিত মশাইয়ের হয় বেজায় মুশকিল। খুদের নাচের ঠেলায় চুল কাটতে গিয়ে বড় বিপাকে পড়েন তিনি।

এই ‘টুম্পা’র জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। সেলুনে অন্যান্য দিনের মতো এদিন বাজছিল টুম্পা। নাপিত মশাইয়ের হাতে ছিল কাঁচি, খুদের মাথা সোজা করে ধরেছিল তার মা। কিন্তু টুম্পা বাজতেই আর স্থির থাকতে পারেনি খুদে। তার এই কান্ড দেখে হেটে লুটোপুটি খাচ্ছে নেটবাসী। আর এই মিষ্টি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। আসলে এই ভিডিও অনেককেই ফিরিয়ে নিয়ে গেছে তাদের ছেলেবেলায়, ফ্ল্যাশব্যাকে ভেসে উঠেছে হারানো শৈশব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥