• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের গর্ভে বোনকে জন্ম দিলো ২৫ বছরের তরুণী! তথ্য ঘিরে জল্পনা তুঙ্গে

Published on:

এবার নিজের গর্ভে বোনকে জন্ম দিলেন ২৫ বছরের এক তরুণী। কী ভাবছেন বোনের গর্ভে কীভাবে বোন জন্মাতে পারে? কিন্তু এবার এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন ইংল্যান্ডের ওয়েলসে বসবাসকারী কেট।

নিজের গর্ভে জন্ম দেওয়া একরত্তিকে সন্তান বলবেন নাকি বোন বলবেন এই নিয়ে প্রথম থেকেই বেশ দ্বিধাগ্রস্ত ছিলেন কেট। পরবর্তীতে তার কন্যা সন্তানকে সে বোন বলেই সম্বোধন করেন।

আসল বিষয়টি হল, কেটের মা ফায়ের বিয়ে হয় ইংল্যান্ডে। সেখানেই হান্নাহ (২৭) ও হ্যারিসহ (২২) কেটরা তিন ভাইবোন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কেটের বাবা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। ক্রমেই কেটের মা ফা নিঃসঙ্গ হয়ে যেতে থাকেন।

এমতাবস্থায়, মাত্র ৩৬ বছর বয়সে ৩ সন্তানকে নিয়ে ধরাশায়ী হয়ে পড়ে কেটের মায়ের অবস্থা। তখন ফা-য়ের পাশে থাকার জন্য একটি মানুষের খুবই প্রয়োজন হয়ে পড়ে। ২০০৬ সালের দিকে কেটের মা ফায়ের সঙ্গে পরিচয় হয় ৩৩ বছরের অ্যানড্রু’র। তাদের প্রেম জমাট বাঁধে আরও, এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর অ্যানড্রু একজন সন্তানের পিতা হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও ফায়ের একাধিকবার গর্ভপাত ঘটে। অন্যদিকে কেট তখন ২০ এর কোটায়, তিনি অপ্রত্যাশিত ভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আর তার মা বাবার সন্তান জন্ম দেওয়া আর হয়ে ওঠেনা।

পরিস্থিতিতে মা বাবার মুখে হাসি ফোটাতে নিজের গর্ভে বাবা মায়ের নিষিক্ত ডিম্বানু ধারণ করার সিদ্ধান্ত নেন। আর তার থেকেই জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। তার নাম রাখা হলো উইলো। এই ঘটনাটি এখন ইংল্যান্ডে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥