সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে কে না ভালোবাসেন। আর আজকাল তো পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের কাছে রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও অনায়াসে দর্শকদের ঘরের মানুষ হয়ে ওঠেন।
বিকেলের চায়ের আড্ডা থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেক বাড়িতেই বসে একের পর এক সিরিয়ালের আসর। আর এখন তো পাঁচ দিন বা ছদিন নয় সারা সপ্তাহ জুড়েই বাংলার বিনোদনমূলক চ্যানেল গুলোতে সপ্তাহজুড়ে চলতে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে বিপুল জনপ্রিয় স্টার জলসার এমনই এক জনপ্রিয় মেগা সিরিয়াল হল ‘মনফাগুন’ (Monphagun)।
মনফাগুনের ভক্তরা তো ঋষি পিহু বলতে এককথায় অজ্ঞান। সিরিয়ালে নায়ক ঋষির চরিত্রে শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নায়িকা প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)-র অসাধারণ কেমিস্ট্রি দেখতে মুখিয়ে থাকেন দর্শকরাও। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিছুদিন আগেই একে অপরের কাছাকাছি এসেছিল ছোট বেলার হারিয়ে যাওয়া প্রেম টুবাইদা আর প্রিয়দর্শিনী।
কিন্তু এরই মধ্যে সিরিয়ালে নকল প্রিয়দর্শিনী সেজে সেন বাড়িতে এসে হাজির হয় মিলি। এই মিলি আসলে মণিকা সুরের লোক। কিন্তু ইতিমধ্যেই ঋষি (Rishi) পিহু (Pihu) দুজনেই জেনে গিয়েছে এই নকল প্রিয় সেজে থাকা মেয়েটির আসল পরিচয়। কিন্তু এরই মধ্যে আবার মিলি আর মনিকার পাতা ফাঁদে পা দিয়ে ফেঁসে গিয়েছে ঋষি পিহু দুজনেই।
এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo) । সেখানে দেখা যাচ্ছে বিজলি বারে আগ থেকেই ঋষি পিহুর অপেক্ষায় অপ্রতিম সেন শর্মা কে নিয়ে হাজির মণিকা। সেখানে ফের একবার বাবাকে ভুল বুঝে গলা চেপে ধরে ঋষি। তখন তাকে আসল সত্যিটা জানানোর চেষ্টা করে সোমরাজ। কিন্তু সে তার কথা শেষ করার আগেই পিঠে ছুড়ি বসিয়ে দেয় মণিকার লোক।তখন ঋষি সেই ছুড়ি তুলে হাতে নিতেই চলে আসে পুলিশ।অন্যদিকে পিহুকে ধরে ফেলে মণিকার গুন্ডা। সিরিয়ালের প্রমো দেখে খেপে লাল দর্শক। রাগের মাথায় একজন মনিকা সুরকে(Manila Sur) ‘মহিষাসুর’ (Mahishasur) বলেও কটাক্ষ করেছেন।