• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুরি করতে গিয়ে মেয়ের কাছে ধরা পড়লেন রঞ্জিত মল্লিক! ভিডিওতে দেখুন কি শাস্তি পেলেন অভিনেতা

Published on:

Koel Mallick,কোয়েল মল্লিক,Prosenjit Chatterjee,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Ranjit Mallick,রঞ্জিত মল্লিক,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,আয় খুকু আয়,Aay Khuku Aay

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রসিদ্ধ অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক। দীর্ঘ অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করে মনোরঞ্জন করেছেন দর্শকদের। তবে বেশ অনেক দিন হল অভিনয় জগত থেকে দূরে রয়েছেন অভিনেতা। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) মতোই বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও।এই ভিডিওতে দেখা যাচ্ছে চুরি করতে গেয়ে নিজের মেয়ের কাছেই ধরা পড়ে গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

এই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি ভাবছেন হঠাৎ কেন এমন করলেন অভিনেতা?তাহলে এবার শুনুন আসল ঘটনা। আসলে নেট মাধ্যমে ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক প্লেট মিষ্টি নিয়ে বাড়ির দাওয়ায় বসে রয়েছেন অভিনেতা। হাতের নাগালে মিষ্টি পাওয়ার সেই খুশি চোখে মুখে স্পষ্ট অভিনেতার। তাই আনন্দে সবেমাত্র একটা মিষ্টি মুখে দিয়েছিলেন,এমন সময় বাবার কান্ড দেখে গুটি গুটি পায়ে পিছনে এসে বসেছেন কোয়েল।

Koel Mallick,কোয়েল মল্লিক,Prosenjit Chatterjee,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Ranjit Mallick,রঞ্জিত মল্লিক,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,আয় খুকু আয়,Aay Khuku Aay

আর মেয়েকে দেখেই একেবারে থতমত খেয়ে যান অভিনেতা। এরপরই যথারীতি ভালো মেয়ের মতো কোয়েল ও বাবার হাত থেকে মিষ্টির প্লেট নিয়ে চলে যায়। আর এতেই রঞ্জিত মল্লিকের মুখের হাসি নিমেষে পরিণত হয় বিরক্তিতে। ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) সিনেমার প্রচারে তৈরি এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “মেয়েরাও মাঝে মাঝে বকা দেয়, কারণ মেয়েরাও মায়ের স্নেহে আগলে রাখে তাদের বাবাদের। “

Koel Mallick,কোয়েল মল্লিক,Prosenjit Chatterjee,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Ranjit Mallick,রঞ্জিত মল্লিক,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,আয় খুকু আয়,Aay Khuku Aay
পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক হয় অত্যন্ত পবিত্র। নিঃসন্দেহে এমনই এক পবিত্র সম্পর্ক হল বাবার সাথে মেয়ের সম্পর্ক। এমনই অত্যন্ত সাধারণ এক গ্রাম্য বাবা-মেয়ের গল্প নিয়ে আসছে পরিচালক শৌভিক কুণ্ডু পরিচালিত নতুন সিনেমা ‘আয় খুকু আয়’। সমস্ত বাধা বিপত্তি করিয়ে আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

at khuku ay ditipriya prosenjit

একেবারে অভাবের সংসারে একজন বাবা কীভাবে বাবা-মা দুজনের দায়িত্ব পালন করবেন এই সিনেমায় সেই দৃশ্যই পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)এবং অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) । সেই ছবির প্রচারেই এদিন এই মজার এই ভিডিওটি শেয়ার করেছিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥