• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে কাছাকাছি সিড আর তার মিঠাই! স্বস্তির নিঃশ্বাস ফেলতেই দর্শকদের জন্য রয়েছে নতুন মোচড়

Published on:

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,New Twist,নতুন চমক,Viral Video,ভাইরাল ভিডিও

‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’–সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে এই লাইনটা দারুন পছন্দের। বিগত প্রায় দেড় বছরের বেশী সময় ধরেই দর্শকমহলে সমান জনপ্রিয় এই সিরিয়াল। তাই সাপ্তাহিক টিআরপি রেটিংয়ে স্কোর যাই হোক না কেন ভক্তদের কাছে মিঠাই (Mithai) ম্যাজিক কিন্তু ফিকে হওয়ার নয়। কারণ মিঠাইরানির সবচেয়ে বড় দুটি সম্বল হল দর্শকদের ভালোবাসা আর গোপালের আশীর্বাদ।

এই ভাবেই দর্শকদের ভালোবাসায় ‘জয় গোপাল’ বলে মাসের পর মাস দর্শকদের মনোরঞ্জন করে চলেছে মিঠাইরানির মোদক পরিবার। আর যারা মিঠাই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মিঠাই সিরিয়ালের অন্যতম মূল ইউ এস পি কিন্তু হল্লাপার্টি (Hollaparty)-র গোটা টীম। আর ইদানীং এই দলে যোগ দিয়েছে আরও এক নতুন সদস্যা তথা মোদক পরিবারের ছোটো বৌ পিঙ্কি।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,New Twist,নতুন চমক,Viral Video,ভাইরাল ভিডিও

এই পিঙ্কি আসলে মিঠাইদের ব্যবসায়িক শত্রু ওমি আগারওয়ালের বোন। এরইমধ্যে এই সিরিয়ালে দেখা গিয়েছে চূড়ান্ত নাটকীয়ভাবে একেবারে ফিল্মি কায়দায় বিয়ে হয়েছে পিঙ্কি আর স্যান্ডির। সেই বিয়ের অনুষ্ঠানই দেখতে দেখতেই রিকি দ্য রকস্টারের মনে হয় সে মিঠাইকে সত্যিটা না জানিয়ে ভুল করছে। তাই সে ঠিক করে এবার সে নিজেই মিঠাইকে তার আসল পরিচয় জানিয়ে দেবে।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,New Twist,নতুন চমক,Viral Video,ভাইরাল ভিডিও
গতকালই রিকিকে মিঠাইয়ের সাথে কথা বলতে দেখেছে পিসেমশাই। এরপরেই ওমির সাথে হাত মিলিয়ে মিঠাইয়েরও অ্যক্সিডেন্ট করানোর প্লান করে পিসেমশাই। যাতে সহজে রিকির আসল সত্যি জানা যায়। কিন্তু আগে থেকেই আন্দাজ করে মিঠাইকে নিয়ে তাড়াতাড়ি অ্যাঞ্জির ফ্লাটে চলে আসে সিড।

সেখানেই সিড নিজেই মিঠাইকে সবটা জানিয়ে দেয়। এরপর আবার কাছাকাছি আসে মিঠাই সিড। এই পর্ব দেখে সবে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে ছিলেন দর্শকদের একটা বড় অংশ। কিন্তু এত সহজে তো সবকিছু ঠিক হবে না, তাই সিরিয়ালে আবার আসছে নতুন মোচড়। সম্প্রতি সিরিয়ালের ফ্যান পেজ থেকে শেয়ার করা একটি ভিডিওতে তেমনই ইঙ্গিত দিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) নিজেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥