• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মির্জাপুর ওয়েব সিরিজে চাকরানি হলেও বাস্তব সুপার হট! রইল সুন্দরী এই অভিনেত্রীর দারুন সব ছবি

Published on:

প্রশংসা শর্মা,Prashansa Sharma,রাধিয়া,Radhiya,মির্জাপুর,Mirzapur,ওয়েব সিরিজ,Web Series

আজকের দিনে বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ওয়েব সিরিজ। টুকরো টুকরো প্রায় গোটা আষ্টেক এপিসোড নিয়ে তৈরি এই সিরিজ গুলি কিন্তু দর্শকদের কাছে একপ্রকার নেশার মতো। যা একবার দেখা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছেড়ে ওঠা যায় না। ওয়েব সিরিজ প্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় এমনই একটি ওয়েব সিরিজ হল ‘মির্জাপুর’।

জনপ্রিয় এই সিরিজের প্রতিটি দৃশ্য থেকে শুরু করে সংলাপ একেবারে জলের মতো মুখস্থ অনুরাগীদের। সোশ্যাল মিডিয়া খুললে প্রায়শই প্রমাণ মেলে তার। তবে দৃশ্য কিংবা সংলাপ নয় দর্শকমহলে একইভাবে সমান জনপ্রিয় এই ওয়েব সিরিজের প্রতিটি চরিত্র। ইতিমধ্যেই পরপর মুক্তি পেয়েছে মির্জাপুরের দু’দুটি সিজন। আর দুটি সিজনই দর্শকমহলে দারুন সাড়া ফেলেছে।

প্রশংসা শর্মা,Prashansa Sharma,রাধিয়া,Radhiya,মির্জাপুর,Mirzapur,ওয়েব সিরিজ,Web Series

মির্জাপুরের দুটি সিজন দেখার পর এখন তৃতীয় সিজন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। সদ্য মির্জাপুর অভিনেতা আলী ফজল মির্জাপুর ৩ তার নতুন লুকের ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখার থেকেই ভক্তরা যেন আরও বেশী উত্তজনায় ফুটছেন। প্রসঙ্গত মির্জাপুর ভক্তরা সকলেই কালীন ভাইয়া চরিত্রের সাথে ভালোভাবে পরিণত।

প্রশংসা শর্মা,Prashansa Sharma,রাধিয়া,Radhiya,মির্জাপুর,Mirzapur,ওয়েব সিরিজ,Web Series

ওয়েব সিরিজে পঙ্কজ ত্রিপাঠী অর্থাৎ কালীন ভাইয়ার কাজের মেয়ে রাধিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রশাংশা শর্মা। নিজের অসাধারণ অভিনয় দক্ষতায় পরপর দুটি সিজনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন রাধিয়া। এখন তৃতীয় সিজনে তার চরিত্র টি কোনদিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শক। তবে টিভির পর্দায় তাকে যতটা সাদাসিধে চরিত্রে দেখা গিয়েছে বাস্তবে তার চেয়ে অনেক বেশী আকর্ষণীয় দেখতে অভিনেত্রী কে।

প্রশংসা শর্মা,Prashansa Sharma,রাধিয়া,Radhiya,মির্জাপুর,Mirzapur,ওয়েব সিরিজ,Web Series
বাস্তব জীবনে মির্জাপুরের চাকরানি চরিত্রের এই অভিনেত্রীর গ্লামারাস লুক দেখলে চোখ কপালে উঠবে যে কারও। সোশ্যাল মিডিয়ায় অ্যক্টিভ প্রশংসার ইনস্টাগ্রাম খুললেই তার একাধিক হট লুকের ছবি দেখা যাবে। শুধু তাই নয় নিজের সুন্দর ফিগার ধরে রাখতে নিয়মিত শরীরচর্চা করেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী।প্রসঙ্গত শুধুমাত্র অভিনয় কিংবা ফিটনেস সচেতনই নন, পাশাপাশি প্রশংসা একজন প্রযোজক এবং রাইটার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥