বললিউড প্রেমী (Bollywood Lover) অথচ প্রেম চোপড়া (Prem Chopra) নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর ব্যাপার। একসময় বক্স অফিস কাঁপিয়েছে তাঁর ছবি। মূলত বললিউডের ভিলেন হিসাবেই পরিচিত প্রেম চোপড়া। ‘হাম হিন্দুস্তানী’ নামক ছবি দিয়ে ১৯৬০ সালে প্রথম বলিউডে পা রেখেছিলেন অভিনেতা। এরপর প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে আছেন তিনি। এই ৫০ বছরে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা।
আসলে সিনেমায় হিরোর চরিত্র ফুটিয়ে তুলতে হলে ভিলেনের চরিত্রের গুরুত্বও ততটাই থাকে। আর সেখানে প্রেম চোপড়ার ম্যাজিক। বলিউডের বেশিরভাগ ছবিতেই ভিলেন হিসাবে দেখা গেলেও প্রেম চোপড়ার জনপ্রিয়তা কিন্তু আজও অম্লান রয়ে গিয়েছে। বর্তমানে ৮৬ বছর বয়স অভিনেতার, অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এবছরের শেষের দিকে দুটি ছবিতে দেখা যাবে তাকে।
পুরোনো অভিনেতাদের জনপ্রিয়তা থাকলেও বর্তমানে বলিউডের তারকা সন্তানদের (Bollywood Star Kids) নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। একাধিক তারকা সন্তানরা মা-বাবার মতই অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নিচ্ছে। আবার এমন কিছু ষ্টার কিড রয়েছে যারা বলিউডের থেকে একেবারেই আলাদা। এমনই একজন ষ্টার কিড হলেন প্রেম চোপড়ার মেয়ে প্রেরণা যোশী (Prerna Joshi) ।
বাবা বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা ভিলেন হলেও মেয়ে কিন্তু মোটেও অভিনয়কে কেরিয়ার করতে চাইনি। শুরু থেকেই অভিনয়ের প্রতি সেভাবে আকর্ষণ ছিল না তাই অভিনয় জগতের থেকে নিজেকে দূরেই রেখেছেন প্রেরণা। ইতিমোধ্যেই বিয়ে করে সংসারও করছেন তিনি। প্রেম চোপড়ার কন্যা প্রেরণার সাথে বিয়ে করেছেন বলিউড অভিনেতা শর্মন যোশী (Sharman Joshi)।
তবে অভিনয়ের জগতে না প্রবেশ করলেও প্রেরণা কিন্তু দেখতে বেশ সুন্দরী। বলিউডের অভিনেত্রীদের থেকে কোনো অংশেই কম সুন্দরী নন তিনি। তাছাড়া বিয়ে হয়ে গেলেও প্রেরণা কিন্তু একজন বিজনেস ওম্যান হিসাবে বেশ পরিচিত। সোশ্যাল মিডিয়াতে একেবারে অ্যাক্টিভ নন তিনি। মূলত শর্মন যোশীই তাঁর সাথে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, ২০০০ সালে শর্মন ও প্রেরণার বিয়ে হয়, সেই থেকেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা দুজনে। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। শর্মন যোশীও বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যেই একজন। গোলমাল, ঢোল, থেকে শুরু করে থ্রি ইডিয়টস ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।