উকুনের (Lice) থেকে ভয়ঙ্কর বোধহয় আর কিছুই হতে পারেনা৷ একবার যদি উকুন আপনার মাথায় বাসা বাঁধে তবে আপনার যাবতীয় সুখ এক্কেবারে নরকে পরিণত হবে। মাথায় উকুন হলে চুলকায়, অস্বস্তি হয়, চুলের ও ক্ষতি হয়। আর লম্বা চুলে উকুন হলে তো তা তাড়ানো রীতিমতো যুদ্ধ। আজ এই প্রতিবেদনে ঘরোয়া কিছু উপায় আপনাদের জানাব যা ব্যবহার করলে উকুন একেবারে বাপ বাপ বলে পালাবে।
নিম পাতা-
নিমপাতা প্রাকৃতিক উপায়ে রোগ চিকিৎসা, ইউনানি, হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহার করা হয়। নিমে রয়েছে অসংখ্য গুণ। মাথায় উকুন হলে নিমপাতা বেটে সেই রস টা চুলে ডগায় ডগায় ভালো করে লাগিয়ে নিন। সপ্তাহে ২ বার এই প্যাক ব্যবহারে উকুন বিদায় হবে।
রসুন-
১০ ১২ কোয়া রসুন ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে বেটে নিন, তার সাথে মিশিয়ে দিন ২ চা চামচ লেবুর রস৷ এরপর এই পেস্টটি চুলের গোড়ায় গোড়ায় আবার ভালো করে লাগিয়ে নিন, এরপর হালকা গরম জলে ধুয়ে নিন চুলটা।
পেঁয়াজের রস-
পেঁয়াজের উগ্র গন্ধ সহ্য করতে পারেনা উকুন। তাই উকুন তাড়াতে পেঁয়াজ বেটে তার রসটা মাথায় লাগাতে পারেন, এতে চুল ও ভালো হয় উকুন ও মরে।
মেয়োনিজ-
মেয়োনিজ ব্যবহারেও উকুন তাড়ানো সম্ভব। মেয়োনিজ চুলে লাগালে মেয়োনিজ উকুনকে শ্বাসরোধ করে দেয় এবং অবশেষে উকুনগুলো মারা যায়। মেয়োনিজ চুলে লাগিয়ে ৪ ৫ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে।
ভিনিগার-
উকুন তাড়াতে ভিনেগারের জুড়ি মেলা ভার। ভিনেগারে প্রচুর আসিটিক আ্যাসিড থাকে যা আমাদের চুলে হওয়া উকুনকে মারতে সাহায্য করে। ভিনেগার উকুনের ডিম মেরে চুল পরিস্কার করে দেয়।