বাংলা সিরিয়ালের (Benglai Serial) দর্শকদের জন্য বৃহস্পতিবার দিন মানেও দুরু দুরু বুকে টিআরপি তালিকার (TRP List) জন্য অপেক্ষা। সারা সপ্তাহের সম্প্রচারের পর কোন সিরিয়াল কতটা জনপ্রিয়তা পেল সেটা টিআরপি (Target Rating Point) দেখলেই বোঝা যায়। বিগত কয়েক মাসে কখনো মিঠাই (Mithai), কখনো গাঁটছড়া (Gatchora) তো কখনো সবাইকে চমকে ‘ধূলোকণা’ (Dhulokona) বেঙ্গল টপার হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এল এসপ্তাহের নতুন টিআরপি রেটিং এর লিস্ট।
প্রায় প্রতি সপ্তাহেই নিত্য নতুন চমক দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। গত সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে খড়ি-ঋদ্ধির জুটি প্রথমে ছিল। এবারেও সেই একই ছবি দেখা গেল তালিকায়। আবারও সবাইকে হারিয়ে বাংলার সেরা হয়ে টিআরপি তালিকায় প্রথম গাঁটছড়া। এসপ্তাহে ৮.৫ পয়েন্ট পেয়েছে গাঁটছড়া সিরিয়াল।
অন্যদিকে একটুর জন্য পিছিয়ে পড়েছে মিঠাই, তাই দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়াল। তবে চমকের বিষয় হল মিঠাই একা নেই দ্বিতীয়ায় স্থানে, ৮.১ পয়েন্ট পেয়ে মিঠাইয়ের সাথেই দ্বিতীয় স্থানে রয়েছে লালন ফুলঝুরির কাহিনী ‘ধূলোকণা’। এরপর লিস্টে তৃতীয় স্তনে রয়েছে গৌরী এল সিরিয়াল। এসপ্তাহে গৌরী এর প্রাপ্ত পয়েন্ট ৭.৮।
তবে বাকিদের মধ্যেও কিন্তু জোরদার টেক্কা চলছে। চতুর্থ স্থানে উঠে এসেছে আলতা ফড়িং সিরিয়াল। আর দুর্দান্ত পারফর্ম করে পঞ্চমস্থানে উঠে এসেছে লক্ষীকাকিমা সুপারস্টার সিরিয়ালটি। ষষ্ঠ স্থানে তো একসাথে তিন জন, সাথে নবম স্থানে জায়গা পেয়েছে অসম বয়সের প্রেমকাহিনী গোধূলি আলাপ। চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা।
এসপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট (Top 10 Bengali Serial TRP List)
গাঁটছড়া – ৮.৫ (প্রথম)
মিঠাই, ধূলোকণা – ৮.১ (দ্বিতীয়)
গৌরী এল – ৭.৮ (তৃতীয়)
আলতা ফড়িং – ৭.৭
লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৯
আয় তবে সহচরী, উমা, মন ফাগুন – ৬.৬
পিলু, অনুরাগের ছোঁয়া – ৬.১
লালকুঠি – ৪.৬
গোধূলি আলাপ, এই পথ যদি না শেষ হয়, সর্বজয়া – ৪.৫
গঙ্গারাম – ৩.৯
এছাড়াও রিয়্যালিটি শোয়ের মধ্যে দাদাগিরি এসপ্তাহে ৪.৯ পয়েন্ট পেয়েছে। জানা যাচ্ছে শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি সিজেন ৯। শেষ পর্বের শুটিং হতে চলেছে আগামীকাল অর্থাৎ ২০ই মে। ষ্টার জলসার জিৎ সঞ্চালিত ইসমার্ট জোড়ি এসপ্তাহে ৩.২ পয়েন্ট পেয়েছে।