টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) মুকুটে নতুন পালক। গতকাল অর্থাৎ রবিবারেই রবিবাসরীয় ছুটির দিনে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি পেয়েছেন অভিনেত্রী। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film Festival) সেরা অভিনেত্রীর (Best Actress)পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেত্রী নিজেই।
বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন শ্রীলেখা। সেখানে অনুরাগীদের সাথে মাঝে মধ্যেই নিজের সুখ-দুঃখের কাহিনী শেয়ার করে নেন অভিনেত্রী। গতকাল তেমনই আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে গর্বের সাথে সেইখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রীলেখা।
সোশ্যাল মিডিয়ার দৌলতে রবিবার সকাল থেকেই এই খবর চারদিকে চাউর হতে শুরু করে।এরপর একে একে সহ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছা বার্তা উপচে পড়ে অভিনেত্রীর অ্যাকাউন্টের ইনবক্স থেকে শুরু করে কমেন্ট সেকশনেও। গতকাল তেমনই শ্রীলেখাকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)।
ছোট পর্দা থেকে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অনন্যার। তবে একথা ঠিক অনন্যার ঝুলিতে অসংখ্য সিনেমা কিংবা সিরিয়ালের উদাহরণ নেই ঠিকই। কিন্তু প্রতিভাবান এই অভিনেত্রী তাঁর অভিনয় জীবনে এমন বেশ কিছু চরিত্রে অভিনয় করেছেন যার ছাপ থেকে যাবে চিরকাল। ছোটপর্দা তাকে মনে রেখেছে সুবর্ণলতা হিসাবেই। এছাড়া একসময় বড়পর্দায় ঋতুপর্ণ ঘোষের আবহমান সিনেমায় অভিনয় করে পেয়েছিলেন জাতীয় পুরস্কার।
কিন্তু এত প্রতিভাবান অভিনেত্রী হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রি থেকে একপ্রকার হারিয়ে গিয়েছেন অনন্যা। এখন তাকে আর ক্যামেরার সামনে দেখা যায় না। সেদিক দিয়ে দেখতে গেলে বলতেই হয় ইন্ডাস্ট্রিতে কখনও যোগ্য সম্মান পাননি অভিনেত্রী। তবে এদিন আন্তর্জাতিক মঞ্চে বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরাট সাফল্যে দারুন খুশী হয়েছেন অনন্যা।
এদিনের দীর্ঘ ফেসবুক পোস্টে শ্রীলেখার প্রশংসায় পঞ্চমুখ অনন্যা লিখেছেন, ‘শ্রীলেখা, তুমি দেখিয়ে দিয়েছো সত্যিকারের অভিনেতাদের কখনও মৃত্যু হয় না। কী অসাধারণ একটা কামব্যাক! ব্যক্তিগতভাবে আমার ভীষণ গর্ব হচ্ছে। তুমি একজন দুর্দান্ত অভিনেতা। আমার ভালবাসা নিও।’ অনন্যার এই পোস্ট শেয়ার করে শ্রীলেখা লিখেছেন ‘আমরা কেউ কারও খুঁত বার করার চেষ্টা না করে একে অপরের থেকে ভালটা শেখার চেষ্টা করি। অনন্যা চট্টোপাধ্যায়, ভীষণ গুণী অভিনেত্রী, ডান্সার, কিন্তু তিনি তাঁর যোগ্য সম্মান পাননি।’