সিরিয়ালের কূটকচালি আর ষড়যন্ত্রের ভিড়ে টেলিভিশনের পর্দায় বেশ কিছু রিয়্যালিটি শো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এমনই একটি জনপ্রিয় নন ফিকশন রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দেখতে দেখতে সিজেন ১ থেকে শুরু হয়ে সিজেন ৯ এ পড়েছে দাদাগিরি। তবে জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি।
সম্প্রতি দর্শকদের জন্য একপ্রকার খারাপ খবর মিলেছে। শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি সিজেন ৯ (Dadagiri Season 9)। টিভির পর্দায় আর দেখা যাবে না সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় জমজমাট একটা খেলার অনুষ্ঠান। সাধারণ মানুষ থেকে সিলেব্রিটিরাও প্রতিযোগী হিসাবে যোগ দেন আর মজার খেলার পাশাপাশি জমিয়ে আড্ডাও চলে। পাশাপাশি দাদার জীবনের অনেক অজানা কাহিনীও প্রকাশ্যে আসে।
তবে এবার একেবারেই শেষের পথে দাদাগিরি সিজেন ৯। বেশ কিছুদিন আগেই দাদা নিজের সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবার দিনটাও প্রকাশ্যে এসেছে। যেমনটা জানা যাচ্ছে আগামী ২০ই মে দাদাগিরি এর ফাইনাল এপিসোডের শুটিং শেষ হবে। তবে টিভিতে শেষ কবে দেখা যাবে সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে শেষ পর্বে বড়সড় চমক হাজির থাকছে দাদাগিরির মঞ্চে। দাদাগিরিতে সেলেব্রিটিদের আনাগোনা হয়েই থাকে। কিছুদিন আগেই বলিউডের অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরকে (Janhavi Kapoor) দেখা গিয়েছে দাদাগিরির মঞ্চে। তবে শেষ পর্বে বললিউডের সিংহম অভিনেতা অজয় দেবগণকে (Ajay Devgan) দেখা যাবে দাদাগিরিতে এমনটাই জানা যাচ্ছে। তার অজয় দেবগণ এক নন সাথে থাকবেন স্ত্রী কাজল (kajol)।
বিভিন্ন জেলার হয়ে প্রতিনিধিত্ব করে প্রতিযোগীরা দাদাগিরির ফাইনালে ওঠেন। এরপর তাদের নিয়েই অনুষ্ঠিত হয় দাদাগিরি গ্রান্ড ফিনালে। এবারেও তেমনটাই হবে। জানা যাচ্ছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং এই ছয় জেলা খেলবে ফাইনালে। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অজয় কাজল।
দাদাগিরি শেষ হয়ে যাবে এই খবর শোনা মাত্রই দর্শকদের অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছে। যতই হোক ক্রিকেটের মহারাজের সাথে প্রতিযোগীদের খেলা দেখতে বেশ ভালোই লাগত। তাছাড়া দেখতে দেখতে ৯ মাস হতে চলেছে নন ফিকশন রিয়্যালিটি শোটি নিজের জনপ্রিয়তা বজায় রেখেছে।