‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’,জি বাংলার মিঠাই (Mithai) সিরিয়ালের দৌলতে এখন একথাই ঘুরছে বাঙালির ঘরে ঘরে। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে এই সিরিয়ালের চরিত্ররা হয়ে উঠেছেন একেবারে ঘরের মানুষ। এই কারণেই টিভির পর্দায় পছন্দের এই সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। তাই রোজ ঘড়ির কাঁটা রাত ৮ টার ঘরে যেতেই সবাই সমস্ত কাজ সেরে টিভির সামনে বসে পড়েন মিঠাই দেখতে।
প্রসঙ্গত মিঠাই সিরিয়ালের আকাশছোঁয়া সাফল্যের কারণেই এই সিরিয়ালের বিভিন্ন চরিত্ররাও দর্শকমহলে বিপুল জনপ্রিয়। বিশেষ করে সিরিয়ালের নায়িকা মিঠাই। বাংলার অসংখ্য তরুণদের তো বটেই অনান্য সকল দর্শকরাও চোখে হারান মিঠাইরানিকে। সিরিয়ালের দুষ্টু মিষ্টি নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
যারা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়মিত ফলো করেন তারা সকলেই জানেন সিরিয়ালের মতো বাস্তব জীবনেও দারুন প্রাণবন্ত আর হাসিখুশি সৌমিতৃষা। তাছাড়া অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাকটিভ থাকেন। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই নিত্যনতুন ভিডিও পোস্ট করে থাকেন অভিনেত্রী। ভক্তদের সাথে ভাগ করে নেন নিজের জীবনের নানান সুখ দুঃখের কাহিনী।
সম্প্রতি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মিঠাই সিরিয়ালের মনোহরা পরিবারের সকলে মিলে রবীন্দ্র নৃত্য পরিবেশন করেছিলেন। সেই অনুষ্ঠানে মিঠাইরানির নাচ দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। কিন্তু কেউ জানেন কি পায়ে প্রচন্ড ব্যাথা নিয়েই ওই নাচের শুটিং করেছিলেন সৌমিতৃষা। জানা গেছে সম্প্রতি স্কুটি চালানো শিখতে গিয়ে দু’পায়েই ভীষণ চোট পেয়েছিলেন অভিনেত্রী।
জানা গেছে, অভিনেত্রীর দুই পায়েই দুটো পায়েই রক্ত জমাট বেঁধেছে। এছাড়াও চোট পেয়েছেন বুকেও। কিন্তু, ওই যে কথায় আছে না ‘দ্য শো মাস্ট গো অন’। তাই ডান পায়ে ব্যথা নিয়েই নাচের সময় বাঁ পায়ে জোড় দিয়ছছিলেন অভিনেত্রী। কিন্তু পরেরদিনই তিনি দেখেন দুই পায়েই ব্যথা হচ্ছে। তবে কাজের প্রতি তার এতটাই নিষ্ঠা যে চোট পেয়েও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী।