রাত পোহালেই মুক্তি পেতে চলেছে সাড়া বাঙালির বহু প্রতীক্ষিত ছবি ‘অপরাজিত’ (Aparajito)। অবশ্য সমগ্র দেশ জুড়েই মুক্তি পাবে এই ছবি। ছবির পরিচালক ‘ভুতের ভবিষ্যত’ খ্যাত অনীক দত্ত। চলতি বছর সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী তাকে ট্রিবিউট জানাতেই এই ছবি তৈরি করছেন পরিচালক।
বাংলা তথা বাঙালির গর্ব সত্যজিৎ রায় (Satyajit Ray)। আজও সারা বিশ্বের কাছে বাঙালি কলার তোলে তারই নামে। তিনি এক এবং অদ্বিতীয়। সারা বিশ্বেও তাঁর মতো প্রতিভার সন্ধান আর দুটো মেলেনি। তিনি একাধারে ছিলেন পরিচালক, সঙ্গীত পরিচালক, চিত্র শিল্পী, পোশাক ডিজাইনার, লেখক সমস্তটা। তাঁর সৃষ্টিতে হাত লাগাতে আজও বুক কাঁপে তাবড়-তাবড় পরিচালক, চলচ্চিত্র নির্মাতাদের। কিন্তু এবার তাঁর সৃষ্টি নয় খোদ ‘সত্যজিৎ ‘ কেই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অনীক দত্ত।
তাঁর ছবি ‘অপরাজিত’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) । এতদিন পর্যন্ত ধারাবাহিকেই দেখা মিলেছে তার। কিন্তু ‘সত্যজিৎ রায়ের’ আদলে জিতুর ফার্স্ট লুক দেখেই চমকে উঠেছিলেন সিনেবোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলেরই বক্তব্য দারুণ মানিয়েছে, তিনি যেন অবিকল সত্যজিৎ।
সত্যজিত রায়ের কালজয়ী ছবি ‘পথের পাঁচালী’ তৈরির টুকরো টুকরো নানান ছবি গল্প উঠে আসবে এই ছবিতে। ছবিতে সত্যজিৎ হবেন জিতু আর বিমলা রায় হিসেবে দেখা মিলবে অভিনেত্রী সায়নী ঘোষের। এই ছবিতে সত্যজিৎ নয় জিতুর নাম হবে অপরাজিত রায়।আর এই ছবিতে অপরাজিত জীবনের সেই ‘প্রথম ছবি’-র নাম হতে চলেছে ‘পথের পদাবলী’।
ইতিমধ্যেই এমন দুঃসাহসিক ছবি বানাচ্ছেন বলে অনীক দত্তকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। ছবিতে জিতুর লুক থেকেও চোখ ফেরানো দায়, ছবি মুক্তির আগে থেকেই অপরাজিত নিয়ে চর্চা তুঙ্গে। বলা চলে ট্রেলারেই মানুষ এমন ভালোবাসা দেখিয়েছেন, যার জেরে বলাই যায় মুক্তির আগেই ছবি কার্যত হিট।
ইতিমধ্যেই রে’এর জন্মদিনে ফিল্মটি মুম্বইয়ে প্রদর্শিত হয়েছে। এবার দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দিতে চলেছে এই ছবি। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে জিতুর এই ছবি। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-ডাক পেয়েছে এই ছবি।