দক্ষিণী ছবির (South Films) বাড়তে থাকা জনপ্রিয়তা যে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। বলিউডের (Bollywood) ছবির ভিড়ে থাবা বসিয়ে ভালোই সাফল্য পেয়েছে পুষ্পা, আরআরআর থেকে কেজিএফ ২ এর মত একাধিক ছবি। এসবের মাঝেই দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর একটি মন্তব্য বেশ ভাইরাল হয়ে পড়ে। যেখানে তিনি বলেন বলিউডের নাকি ক্ষমতা নেই তাকে সামলানোর তাই সময় নষ্ট করতে চান না তিনি।
মহেশ বাবুর এই মন্তব্যে শুরু হয় বিতর্ক। সর্বত্র শুরু হয়ে চর্চা থেকে সমালোচনা। অবশ্য এটা ঠিক যে অভিনেতাকে এর আগে বলিউডের ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই ছবির জন্য রাজি হননি তিনি। তবে মহেশ বাবু এক নন, তাঁর মত আরও অনেক তারকার ওয়েছেন যারা বলিউডের ছবি ফিরিয়ে দিয়েছেন। আজ সেই অভিনেতা অভিনেত্রীদের তালিকাই তুলে ধরব।
১. মহেশ বাবু (Mahesh Babu) : বর্তমানে তৈরী হওয়া বিতর্কের জেরে শিরোনামে আছেন মহেশ বাবু। তবে বলিউডের একাধিক ছবি অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। আমির খানের ছবি গাজনি এর জন্য প্রথমে মহেশ বাবুকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রিজেক্ট করার পরেই ছবিটা আমির খানের কাছে যায়।
২. আল্লু অর্জুন (Allu Arjun) : ‘পুষ্পা’ ছবির জেরে বর্তমানে ব্যাপক জনপ্রিয় আল্লু অর্জুন। বাচ্চা থেকে বুড়ো সকলেই এখন পুষ্পাকে চেনে। অভিনেতা আল্লু অর্জুনকে বলিউডের ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছবিতে অভিনয়ের জন্য না করে দেন তিনি। তারপর হৃত্বিকের কাছেও রিজেক্টেড হয়ে ছবিটি তারপর গিয়ে সালমান খান অভিনয় করেন।
৩. যশ (Yash) : ১৪ই এপ্রিল মুক্তি পেয়েছে কেজিএফ ২। ছবিতে রকি ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা যশ। দুর্দান্ত সাফল্য মিলেছে কেজিএফ ছবিতে, গোটা বিশ্বে আজ যশ ফ্যানে ভরে গিয়েছে। তবে অভিনেতাকে বলিউডের তরফ থেকেও ছবি অফার করা হয়েছিল। ‘লাল কাফতান’ ছবির প্রস্তাব পাঠানো হয়েছিল যশের জন্য। যেটা তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
৪. রশ্মিকা মান্দানা (Rashmika Mandana) : দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা, ভারতের ক্রাশও বটে.পুষ্পা ছবিতে তাঁর অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছে। অভিনেত্রীকে বলিউডে ‘জার্সি’ ছবির জন্য শহীদ কাপুরের সাথে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেটা গ্রহণ করেননি অভিনেত্রী।
৫. পুনিত কুমার (Punith Kumar) : প্রয়াত দক্ষিণী অভিনেতা পুনিত কুমার। অনেক কম বয়সেই চলে গিয়েছেন অভিনেতা। ক্ষিণী ইন্ডাস্ট্রিতে তো বটেই বলিউডেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তবে একসময় অভিনেতাকে বলিউডের একাধিক ছবির জন্য প্রস্তাব পাঠানো হলেও চিত্রনাট্য ভাল না বলে সব প্রত্যাখ্যান করে দেন তিনি।