একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে এখন গোটা দেশের সিনেমা প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দক্ষিণী সিনেমা (South Indian Film)। তাই খুব স্বাভাবিকভাবেই ইদানীং সাউথের সিনেমার পাশাপাশি সাউথের তারকাদের বিষয়েও কৌতূহল বাড়ছে দেশবাসীর। দক্ষিণী সিনেমা জগতের এমনই একজন জনপ্রিয় সুপারস্টার হলেন মহেশ বাবু (Mahesh Babu)। বলিউড (Bollywood) প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে সম্প্রতি শিরোনামে এসেছেন সাউথের এই চকলেট বয়।
প্রসঙ্গত একটা সময় পর্যন্ত বলিউডে কোণঠাসা হয়েছিল সাউথ ইন্ডাস্ট্রি। তবে এখন দক্ষিণী সিনেমার দেশব্যাপী রাজকীয় উত্থানের পর এই বলিউড থেকেই সিনেমায় অভিনয় করার ডাক পাচ্ছেন খোদ সাউথের সুপারস্টাররা। তবে শুরু থেকেই সাউথের সিনেমা ছেড়ে বলিউডে পাড়ি দেওয়ার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নন সাউথের সুপারস্টার মহেশ বাবু। প্রসঙ্গত আগামী ২৭শে মে রিলিজ হতে চলেছে মহেশ বাবু অভিনীত ‘মেজর’ (Major) ছবিটি।
এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করে অভিনেতা বলেন, ‘বলিউডের আমাকে দিয়ে কাজ করানোর ক্ষমতা নেই। সেই জন্যই আমি সময় নষ্টও করতে চাই না’। বলিউড প্রসঙ্গে অভিনেতার এহেন মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে চারদিকে। সাউথের প্রথম সারির সুপারস্টারদের তালিকায় থাকা মহেশ বাবু নিজের দীর্ঘ অভিনয় জীবনে ভক্তদের জন্য দুর্দান্ত সব সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।
সাউথে তার স্টারডমের সামনে ফিকে পড়ে যায় বলিউডের নামীদামী তারকারাও। সাউথের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত এবং প্রতিভাবান তারকাদের মধ্যে অন্যতম হলেন মহেশ বাবু। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর মহেশ বাবুর মোট ২৪৪ কোটি টাকার সম্পত্তি। তার আয়ের সিংহভাগটাই আসে সিনেমা এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে। এছাড়া জানা যায় মহেশ বাবু কোনো ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি লাভের অংশও নিয়ে থাকেন।
সূত্রের খবর মহেশ বাবু তার প্রত্যেক ছবি পিছু পারিশ্রমিকের পরিমাণ ৫৫ কোটি থেকে বাড়িয়ে ৮০ কোটি করেছেন। বরাবরই অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করার পাশাপাশি নামিদামি গাড়ির প্রতিও ঝোঁক রয়েছে অভিনেতার। তার ঝুলিতে থাকা বিলাসবহুল গাড়ি গুলির মধ্যে অন্যতম রেঞ্জ রোভার, মার্সিডিজ এবং অডি। প্রসঙ্গত অভিনয় ছাড়াও মহেশ বাবু চলচ্চিত্র প্রযোজনা করে থাকেন। এছাড়া তিনি একজন থিয়েটার শিল্পী এবং মঞ্চ অভিনেতা। এছাড়া বাড়তি আয়ের জন্য মহেশ বাবু রিয়েল এস্টেটেও প্রচুর বিনিয়োগ করেন, সেখান থেকে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।