• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বলিউডের অউকাদ নেই আমাকে নিয়ে কাজ করানোর’, দক্ষিণী ছবির প্রচারে বিস্ফোরক সুপারস্টার মহেশ বাবু

Published on:

Mahesh Babu Says bollywood can't afford me on Major Trailer Release

দিনে দিনে বিনোদন জগতে দক্ষিণী ছবি (South Films) যে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। বলিউডের (Bollywood) ছবির ভিড়ে থাবা বসিয়ে ভালোই সাফল্য পেয়েছে পুষ্পা, আরআরআর থেকে কেজিএফ ২ এর মত একাধিক ছবি। অবশ্য এতো সবে ট্রেলার, এখনও লাইন দিয়ে দক্ষিণী ছবি রিলিজ হওয়া বাকি। তবে এরই মধ্যে বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। মহেশ বাবুর ছবির হিন্দি ডাবিং করা ভার্শন দর্শকেরা দেখতে পছন্দ করে। বলিউডের ছবিতে যেখানে একই ধরণের গতানুগতিক প্রেমকাহিনী আর অ্যাকশন সিনেমা তৈরী হচ্ছে সেখানে দক্ষিণী ছবির কাহিনী থেকে দুর্দান্ত ভিএফএক্সের কাজ মন কেড়েছে দর্শকদের। বর্তমানে দক্ষিণী সুপারস্টারেরা নিজেদের ছবির জন্য গোটা ভারতে তো বটেই বিদেশেও জনপ্রিয়তা পাচ্ছেন ব্যাপক ভাবে।

Mahesh Babu,South Indian Film Industry,Bollywood,Superstar Mahesh Babu,মহেশ বাবু,বলিউড,বলিউড গসিপ,মেজর,Major,বলিউড নিয়ে যা বললেন মহেশ বাবু,Mahesh Babu on Bollywood,Bollywood Can't Afford Mahesh Babu

বলিউডের ছবিতে কোনঠাসা করে দক্ষিণী ছবির এই সাফল্য সত্যি প্রশংসনীয়। এমনকি বলিউডের অনেক তারকারাই দক্ষিণী ছবিতে নাম লিখিয়েছেন। কিন্তু বলিউডের ছবিতে কোনোমতেই আসতে নারাজ সুপারস্টার মহেশ বাবু। শুধু তাই নয় বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ইদানিং চর্চায় উঠে এসেছেন অভিনেতা।

আগামী ২৭শে মে রিলিজ হতে চলেছে মহেশ বাবু অভিনীত ‘মেজর’ (Major) ছবিটি। দক্ষিণী ছবি হলেও ছবিটি হিন্দি সহ বিভিন্ন ভাষায় রিলিজ হবে, এককথায় প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে ছবিটির। গতকাল অর্থাৎ সোমবার ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেব, ‘আমার মতে বলিউডের আমাকে দিয়ে কাজ করানোর ক্ষমতা নেই। সেই জন্যই আমি সময় নষ্টও করতে চাই না’।

Mahesh Babu,South Indian Film Industry,Bollywood,Superstar Mahesh Babu,মহেশ বাবু,বলিউড,বলিউড গসিপ,মেজর,Major,বলিউড নিয়ে যা বললেন মহেশ বাবু,Mahesh Babu on Bollywood,Bollywood Can't Afford Mahesh Babu

অবশ্য এখানেই শেষ নয়, অভিনেতা আরও জানান, প্যান ইন্ডিয়া ছবি রিলিজ হচ্ছে মানে আমি প্যান ইন্ডিয়া সুপারস্টার হতে চাই তেমনটা নয়। বরং দক্ষিণী ছবিকে গোটা দেশ ব্যাপী সফল করে আমার লক্ষ্য। আমি তেলেগু ছবিতেই কাজ করতে চেয়েছি আর চেয়েছি যাতে সমস্ত ভারতবাসী এই ছবি দেখে। বর্তমানে সেটা হচ্ছেও তাই আমায় খুশি। দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি আজ সমস্ত সীমানা পেরিয়ে বলিউড থেকে শুরু করে বিদেশের মাটিতেও প্রশংসা পাচ্ছে এটা সত্যিই খুব ভালো বিষয়।

এরপর বলিউডে কাজের অফার পেয়েছিলেন কি না সেই বিষয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। যার উত্তরে তিনি জানান, ‘হিন্দি ছবির জন্য অনেক অফার পেয়েছি আমি। কিন্তু আমার মতে বলিউডের আমাকে দিয়ে কাজ করানোর অউকাদ নেই। সেই জন্য আমি সময় নষ্ট করতে চাই না। আজ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি আমায় যে ভালোবাসা ও খ্যাতি দিয়েছে সেটাই আমার কাছে স্বপ্নের মত, এতেই আমি খুশি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥