বাংলার দর্শকদের কাছে ছক ভাঙা অভিনেত্রী সোহিনী সেনগুপ্তকে (Sohini Sengupta) আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ছোট পর্দা থেকে বড় পর্দা, বিনোদনের উভয় মাধ্যমেই দাপিয়ে কাজ করছেন টলিপাড়ার এই ছক ভাঙা অভিনেত্রী। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল খড়কুটো। এই সিরিয়ালের পুটু পিসি চরিত্রে সোহিনী সেনগুপ্তের অভিনয় দর্শকমহলে দারুন জনপ্রিয়।
এবার ছোটপর্দায় পুটু পিসি নামলেন রাজনীতিতে। নির্বাচিত হয়েছেন বিধায়ক পদে। এলাকায় তার এতটাই দাপট যে অনেকে বলে থাকেন বিধায়ক ‘পুতুল রানি বাগচী’ (Putul Rani Bagchi)-র নাম শুনলে হাঁটু কাঁপে তাবড় প্রভাবশালীদেরও। তবে ছোটো পর্দার এই পুটু পিসির রাজনীতিতে প্রবেশের ঘটনা কিন্তু বাস্তবে নয়। আসলে গোটাটাই অভিনেত্রী সোহিনী সেনগুপ্তের আসন্ন সিনেমার চরিত্র কে কেন্দ্র করে।
আসলে পরিচালক সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত ‘আয় খুকু আয়’ (Ay Khuku Ay) ছবিতে একটি নেগেটিভ চরিত্র করেছেন সোহিনী। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বাবা ও মেয়ের এক অবিচ্ছেদ্য সম্পর্কের গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা।
এমনিতে বরাবরই স্রোতের বিপরীতে হাঁটেন সোহিনী। একথা অভিনেত্রীর দীর্ঘ অভিনয় জীবনের দিকে তাকালেই বোঝা যায়। বর্ণময় অভিনয় জীবনে সোহিনীর ঝুলিতে ভীড় করে আছে ভিন্ন স্বাদের দুর্দান্ত সব চরিত্র। কখনও ‘পারমিতার এক দিন’ আবার কখনও ‘ইচ্ছে’, ‘অলীক সুখ’, ‘বেলাশেষে’, ‘সাঁঝবাতি’। এমনই এক গুচ্ছ ছবিতে তার নিঁখুত অভিনয় দক্ষতা ছাপ ফেলেছে দর্শক মনে। ছোট পর্দা থেকে বড় পর্দা উভয় ক্ষেত্রেই নানা স্বাদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে দারুন ভাগ্যবান মনে করেন সোহিনী নিজেও।
প্রসঙ্গত ‘আয় খুকু আয়’ ছবিতে এদিন পুতুল রানির চরিত্রে সোহিনীর লুক শেয়ার করেছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে। ছবির কেন্দ্রীয় চরিত্র ‘বুড়ি’র এলাকার বিধায়ক ‘পুতুল রানি বাগচী’র চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির ঝলকে দেখা যাচ্ছে রানির ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চুল উল্টে হাতখোঁপা করেছেন সোহিনী, কপালে মানানসই বড় টিপ। পরনে শাড়ির সাথে নেতানেত্রীদের মতো উত্তরীয়তে সেজে উঠেছেন ‘পুতুল রানি’। সোফায় বসে আরাম করে পেডিকিওর করতে করতে রাজনীতির দায়ীত্ব সামলাচ্ছেন তিনি।