সিরিয়াল ছাড়া আজকাল এক মুহুর্ত চলে না দর্শকদের। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে দিনে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখে একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলি। এই তালিকায় প্রতিনিয়ত একে অপরকে জোর টক্কর দিচ্ছে বাংলার দুই লিডিং এন্টারটেইনমেন্ট চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা।
তবে এখনকার দিনে দর্শকরা আর সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া দেখতে পছন্দ করেন না। তাই একঘেয়ে বস্তাপচা কনসেপ্ট নয় একেবারে নতুন ধরনের বিষয়বস্তুই প্রথম পছন্দ দর্শকদের। তাই একেবারে নতুন বাস্তবধর্মী সিরিয়ালের ওপরেই জোর দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। এমনই এক নতুন স্বাদের সিরিয়াল হল উড়ন তুবড়ি (Uron Tubri)।
এক মা এবং তার তিন মেয়ের জীবন সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই সিরিয়ালে দেখা গিয়েছে চপ,কচুরির মত তেলে ভাজার দোকান চালান তুবড়ির মা সাবিত্রী। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লাবণি সরকার। সাবিত্রীর স্বামীকে তারই ছোট বোন তার থেকে দূরে রেখেছে। সিরিয়ালে ইতিমধ্যেই দেখা গিয়েছে তুবড়ির দিদি তোড়ার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সাবিত্রীর মুখের ওপরে তার স্বামী জানিয়েছেন মেয়ের বিয়ের সম্প্রদান পর্যন্ত করবে না সে।
অন্যদিকে সিরিয়ালে দেখা গিয়েছে অবশেষে তুবড়িকে নিজের মনের কথা জানিয়ে দিয়েছে অর্জুন। কিন্তু নিজের পরিবার, নিজের দায়িত্ব এসবের কারণে বাধ্য হয়ে অর্জুনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তুবড়ি। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে সিরিয়ালের খলনায়িকা তুবড়ির জীবন নষ্ট করতে একজনকে মোটা টাকার বান্ডিল ধরিয়ে দেয়।
এরপরেই দেখা যায় টাকার বিনিময়ে তুবড়ির জীবন নষ্ট করে দিতে সবে ওই ব্যক্তি হাজির হয়েছে বিয়ের মন্ডপে। ঠিক তখনই সেখানে ছুটতে ছুটতে আসে অর্জুন। আর তুবড়ির সাথে যার বিয়ের ঠিক হয়েছিল তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সিঁদুর নিয়ে তাড়াতাড়ি তুবড়ির সিঁথিতে পরিয়ে দেয় অর্জুন। উড়ন তুবড়ির নতুন ভিডিও দেখেই সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে ট্রোলিংয়ের বন্যা।