অয়ন মুখার্জী (Ayan Mukherjee) পরিচালিত রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা হল ‘ব্রক্ষ্মাস্ত্র’ (Bramhastra)। প্রসঙ্গত এটাই রণবীর আলিয়ার একসাথে অভিনীত প্রথম সিনেমা। এছাড়া এই সিনেমার হাত ধরেই শুরু হয়েছিল তাদের রূপকথার প্রেমের কাহিনী। জানা গেছে এই সিনেমায় রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া ভাটের চরিত্রের নাম ইশা।
তারকাখচিত এই ছবিতে রণবীর আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। জানা যাচ্ছে, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমাটি। তবে মুক্তির আগেই ইতিমধ্যেই বিশ্বব্যাপী রেকর্ড ভাঙছে এই সিনেমাটি! জানা যাচ্ছে ওয়াল্ট ডিজনির আন্তর্জাতিক ক্ষেত্রে রিলিজ করা প্রথম ভারতীয় সিনেমা হতে চলেছে এই ‘ব্রক্ষ্মাস্ত্র’।
পরিচালক অয়ন মুখার্জীর এই ব্রহ্মাস্ত্র ট্রিলজি বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুর্দান্ত কাস্টিংয়ের পাশাপাশি এই এপিক ড্রামার অপূর্ব ভিজ্যুয়াল দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। এসবের মধ্যেই এই ব্রহ্মাস্ত্র সিনেমার মুকুটে জুড়ছে নতুন পালক। এই প্রথম ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের তরফে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব’-এর গ্লোবাল রিলিজ হতে চলেছে।
প্রসঙ্গত সেদিক দিয়ে দেখতে গেলে মুক্তির আগেই নতুন রেকর্ড তৈরি করেছে সিনেমাটি। কারণ ওয়াল্ট ডিজনির (Walt Disney) এটাই প্রথম ভারতীয় সিনেমা যেটি আন্তর্জাতিক পরিধীতে মুক্তি পেতে চলেছে। যা নিঃসন্দেহে ভারতীয় সিনেমার ইতিহাসে এক গর্বের মুহুর্ত। প্রসঙ্গত চলতি বছরে ফক্স স্টার স্টুডিওজের প্রযোজনায় ব্রহ্মাস্ত্রের পাশাপাশি মুক্তি পেতে চলেছে একাধিক সিনেমা৷
তালিকায় রয়েছে থর: লাভ অ্যান্ড থান্ডার, ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা ফরএভার, অবতার দ্য ওয়ে অফ ওয়াটার, এর মতো একাধিক সিনেমা৷ ইতিমধ্যেই আয়ন মুখার্জীর এই বিগ-বাজেট সিনেমার মোশন পোস্টারের পাশাপাশি প্রথম গান কেশরিয়ার টিজার প্রকাশ্যে আসতেই ভক্তদের উত্তেজনা কয়েকগুণ বেড়ে গিয়েছে।সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে।