কথায় বলে মা হওয়া অত সহজ কথা নয়। ‘মা’ শব্দটার মধ্যে যে দায়িত্ব রয়েছে তা বহন করে চলতেই সারা জীবন কেটে যায় একজন মহিলার। একজন সন্তানকে মানুষের মত মানুষ করে তোলা বাবা মায়ের কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু টলিপাড়ায় এমন এক ঝাঁক মায়েরা রয়েছেন যারা সন্তান মানুষ করার ক্ষেত্রে স্বামীর থেকে বিন্দু মাত্র সাহায্য পাননি। বাবার পরিচয়, বা কোনোও সাহায্য ছাড়াই তারা বড় করে তুলেছেন নিজেদের সন্তানদের৷
একদিকে শ্যুটিং এর ব্যস্ততা অন্যদিকে মায়ের দায়িত্ব পালন টলিউডের স্বস্তিকা থেকে শ্রীলেখা মিত্র, রচনা ব্যানার্জি থেকে শ্রাবন্তী সকলেই তাদের সন্তানদের কাছে বাবা এবং মা উভয়ই। আজ আন্তর্জাতিক মা দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চায় Bong Trend, তাদের লড়াইকে জানাতে চায় কুর্নিশ।
রচনা ব্যানার্জি (Rachana Banerjee) –
রুপোলি পর্দা থেকেই অনেকদিন আগেই সরে গিয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। টেলিভিশনের দৌলতেই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। আর দিদি নং ১, ছেলে প্রনীল আর নিজের নতুন শাড়ির ব্যবসা নিয়েই দিব্যি আছেন অভিনেত্রী। বাবার আদর সেভাবে পায়না রচনা পুত্র, তাই সুযোগ পেলেই ছেলেকে কোয়ালিটি টাইম দিতে ভোলেন না অভিনেত্রী। আজ থেকে নয় বহুদিন ধরেই স্বামীর থেকে আলাদা ছেলে নিয়েই সংসার করেন রচনা। তবে আজও বিচ্ছেদের পথে হাঁটেননি তিনি। সন্তানের মুখের দিকে চেয়েই বিবাহ বিচ্ছেদ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রচনা চান না ছেলে প্রনীলকে ডিভোর্সি মায়ের সন্তান বলুক কেউ।
স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)-
এক মাত্র মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার, বাবা সন্তু মুখোপাধ্যায়কে বেশ কয়েক বছর হল হারিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জানা যায় ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত সাগর সেনের ছেলে প্রমিত সেনের (Promit Sen) সঙ্গে বিয়ে করেছিলেন স্বস্তিকা। কিন্তু সেই বিয়ে টেকেনি বিয়ের দু’বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন অভিনেত্রী। প্রমিত তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগও করেছিলেন স্বস্তিকা। তাই পিতৃপরিচয় ছাড়াই মেয়েকে মানুষ করছেন স্বস্তিকা।
শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) –
গত বছরেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাবাকে হারানোর পর এখন তার সম্বল একমাত্র ছোট মেয়ে। স্বামীর সাথে বিচ্ছেদের পর মেয়েকে একাই কোলে পিঠে করে মানুষ করেছেন শ্রীলেখা। সেই ছোট্ট মেয়ে এবার দেখতে দেখতে ১৬ বছরে পা দিল। অন্যান্য স্টারকিডদের মতো লাইমলাইটে থাকতে পছন্দ করেন না শ্রীলেখা কন্যা ঐশী।
শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) –
টলিপাড়ার (Tollywood) প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমের দিকেই থাকে শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) -এর নাম। কিন্তু তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা। তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। ইতিমধ্যেই বার তিনেক বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন শ্রাবন্তী। বন্ধুর মতো করে ছেলে অভিমন্যুকে একা হাতেই মানুষ করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি।
প্রিয়াঙ্কা সরকার (Priyanka sarkar) –
‘চিরদিনি তুমি যে আমার’ ছবি থেকেই শুরু হয়েছিল রাহুল ও প্রিয়াঙ্কার প্রেম কাহিনীর। ছবিতে মিলন না হলেও বাস্তবে স্বামী-স্ত্রীর সম্পর্ক হয় দুজনের। বিয়ের পর এক সন্তানও হয়েছে তাদের। কিন্তু প্রিয়াঙ্কার সাথে প্রেমের সম্পর্কের অবনতি ঘটে রাহুলের। বর্তমানে আলাদা থাকেন দুজনে কোর্টে আটকে রয়েছে দুজনের বিবাহ বিচ্ছেদের মামলা। তাদের ছেলে সহজ বড় হয়ে উঠছে মায়ের স্নেহেই।