• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫ লাখ দিলে তবেই মিলবে সিরিয়ালে সুযোগ! একসময় আত্মহত‍্যা করতে চেয়েছিলেন ‘ফেলনা’র রোশনি

Published on:

Felna actress Roshni Tanwi Bhattacharya opens up about carrier struggle

টেলিভিশনের জগতে রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya) বেশ পরিচিত। ষ্টার জলসার ‘ফেলনা’ (Felna) সিরিয়ালের দৌলতে আজ দর্শকদের মন জয় করে বেশ জনপ্রিয় অভিনেত্রী। তবে এটা কিন্তু অভিনেত্রীর প্রথম কাজ নয়। এর আগেও একটি সিরিয়ালে কাজ করেছিলেন অভিনেত্রী। তবে সেবারে এমন জনপ্রিয়তা পাননি। এরপর দ্বিতীয় কাজ ফেলনার দৌলতেই আজ সফল অভিনেত্রী রোশনি।

ফেলনা সিরিয়ালের আগে ‘হৃদয় হরণ বিএ পাশ’ (Hridoy Horon B.A Pass) নামক সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে সেখানে তাঁর চরিত্র সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকদের মনে। অভিনয় করে দর্শকদের মন জিততে না পারলে খারাপ লাগে ঠিকই, তবে এর চাইতেও অনেক বেশ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। এমন অনেকেই রয়েছেন যারা অভিনেতা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন অথচ দীর্ঘদিন ধরে প্রতিভা থাকা সত্ত্বেও কাজের আশায় দরজায় দরজায় ঘুরতে থাকতে হয়। রোশনির ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল।

Roshni Tanwi Bhattacharya,Felna,Felna Actress Roshni,Didi No 1,রোশনি তন্বী ভট্টাচার্য,ফেলনা,ফেলনা অভিনেত্রী রোশনি,সিরিয়ালের খবর,দিদি নং ১

শুরুর দিকে অভিনয়ের প্রতিভা থাকলেও কাজের জন্য দরজায় দরজায় ঘুরতে হয়েছিল রোশনীকে। এমনকি ভুয়ো লোকের খপ্পরেও পড়েছিলেন তিনি। নিজের কেরিয়ারের স্ট্রাগলের কথা ‘দিদি নং ১’ এর সিজেন ৮ এর একটি বিশেষ পর্বে এসে সকলের সাথে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী জানান, শুরুতে একটা কাজের যে অন্য গোটা ইন্ডাস্ট্রিতে পাগলের মত ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু কেউ একটা সুযোগ দিতেও রাজি ছিল না। শেষমেশ একজন কাজ দিতে রাজি হন তবে বদলে শর্তও দেন। কাজ মিলবে ঠিকই কিন্তু তার জন্য দিতে হবে ৫ লক্ষ টাকা। অনেক কষ্টে সেই ৫ লক্ষ টাকার অঙ্ককে ৫০ হাজারে এনেছিলেন অভিনেত্রী।  কিন্তু শেষপর্যন্ত ওই কাজটাও করতে পারেননি তিনি।

Roshni Tanwi Bhattacharya,Felna,Felna Actress Roshni,Didi No 1,রোশনি তন্বী ভট্টাচার্য,ফেলনা,ফেলনা অভিনেত্রী রোশনি,সিরিয়ালের খবর,দিদি নং ১

অভিনেত্রী মা চাননি যে টাকার বিনিময়ে কাজ পাক মেয়ে। মা রাজি না হয়ে একসময়  ডিপ্রেশনে চলে গিয়েছিলেন অভিনেত্রী। এমনকি আত্মহত্যা করতে পর্যন্ত চেয়েছিলেন তিনি। তবে এরপর ধীরে ধীরে ভাগ্যের দরজা খুলে যায়। ‘হৃদয় হরণ বি এ পাশ’ সিরিয়ালে প্রথম কাজের সুযোগ আসে। ২ দুবছর চলেছিল সিরিয়ালটি, তবে তাতে খুব একটা জনপ্রিয়তা মেলেনি।

তবে ‘ফেলনা’ সিরিয়ালে শ্রুতির চরিত্রে অভিনয় করে অবশেষে দর্শকদের মনে জায়গা করে নিতে সজল হন অভিনেত্রী। বর্তমানে টেলিপাড়ার সফল অভিনেত্রীদের মধ্যেই একজন তিনি। তবে অতীতের কেরিয়ারের শুরুর সেই স্ট্রাগল এখনও মনে গেথে রয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥