প্রয়াত তামিল, তেলুগু ও মালায়ালাম ছবির বিখ্যাত অভিনেতা তথা কমেডিয়ান মোহন জুনেজা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জুনেজা। চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল মারফৎ জানা গিয়েছে, শনিবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷
এই মুহুর্তের সবচেয়ে হিট ছবি KGF-chapter 2 তেই শেষবার দেখা গিয়েছিল অভিনেতাকে। একদিকে যখন সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে দক্ষিণের এই হিট সিনেমা তখনই শনিবার সকালে দুঃসংবাদ পেল সিনেমার অনুরাগীরা৷ মোহন এক দশক ধরে অনেক ছবিতে সহ-অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন।
তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি মিলিয়ে প্রায় ১০০ এর বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অভিনেতা। শুধু কমেডি নয়, ভিলেনের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর একটি বিখ্যাত চরিত্র হল চেল্লাতা। উপেন্দ্র রাজকুমার, দর্শনের মত তাবড় তাবড় অভিনেতাদের সাথে কাজ করেছেন তিনি।
শনিবার সকালে তার প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই সারা বিনোদন জগত জুড়ে শোকের ছাঁয়া। এদিন ‘কেজিএফ’ প্রযোজনা সংস্থার তরফে শোকবার্তা জ্ঞাপন করে লেখা হয়, “ওর পরিবারের আমাদের সমবেদনা৷ তিনি আমাদের কেজিএফ পরিবারের সদস্য ছিলেন”।