• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেদহীন ছিপছিপে চেহারার ফরদিন খান! অভিনেতার চকলেট বয় লুক দেখে নেটপাড়া বলছে ‘বচপন কা পেয়ার’

Published on:

ছোটোবেলার ক্রাশ,Childhood Crush,নো এন্ট্রি পার্ট ২,No Entry Part 2,ট্রান্সফর্মেশন,Transformation,ঈদ পার্টি,Eid Party,হুমা কুরেশি,Huma Kureshi,ফরদিন খান,Fardin Khan

বলিউড মানেই ঝাঁচকচকে গ্লামার ওয়ার্ল্ড। যার হাতছানি উপেক্ষা করার ক্ষমতা নেই কারও। ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন একসময় যাঁদের ‘ড্যাশিং’ চেহারার জন্য পাগল ছিল দেশের অসংখ্য তরুণী। তবে সময়ের সাথে সাথে বয়সের ছাপ পড়েছে তাঁদের চেহারায়, যার ফলে চেহারায় এসেছে আমূল পরিবর্তন। এরফলে এক কালের ‘ক্রাশ’ বলে পরিচিত সেই অভিনেতাদের এখন চেনা মুশকিল।

বলিউডের এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন ফরদিন খান (Fardin Khan)। বলিউডের এক কালের এই চকলেট বয় ফরদিন বহুদিন রূপালী পর্দা থেকে দূরে। সচারচর ক্যামেরার সামনেও তেমন দেখা যায় অভিনেতা কে। তাই ভক্তদের কাছে দেখা পাওয়া ঈদের চাঁদ দর্শনের সমান। প্রসঙ্গত ওজন বৃদ্ধির জন্য কিছুদিন আগে পর্যন্তও অভিনেতার চেহারায় দেখা গিয়েছিল আমূল পরিবর্তন। এমনকি মোটা হওয়ার জন্য কিছুদিন আগেও ব্যাপক ট্রোলিংর মুখে পড়েছিলেন অভিনেতা।

Fardeen Khan lost 18 Kg in past 6 Months set to comeback in bollywood

তবে এবার নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন ফরদিন নিজেই। মোটা চেহারা থেকে বিরাট ট্রান্সফর্মেশন ঘটিয়ে একেবারে মেদহীন, ছিপছিপে চেহারায় ফিরে এসেছেন তিনি। সম্প্রতি ঈদ (Eid) স্পেশাল ইভেন্টে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির (Huma Kureshi) দেওয়া পার্টিতে হাজির হয়েছিলেন ফরদিন। সেখানে সাদা শার্ট আর কালো প্যান্ট পরা ফরদিন কে দেখে ছুটে আসেন পাপারাৎসির একঝাঁক ফটোগ্রাফার।

ছোটোবেলার ক্রাশ,Childhood Crush,নো এন্ট্রি পার্ট ২,No Entry Part 2,ট্রান্সফর্মেশন,Transformation,ঈদ পার্টি,Eid Party,হুমা কুরেশি,Huma Kureshi,ফরদিন খান,Fardin Khan

ফটো শিকারিদের ক্যামেরা বন্দী ফরদিন খানের সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওতে ফরদিন খানের বিরাট ট্রান্সফর্মেশন (Transformation) দেখে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়। তবে নেটিজেনদের একটা বড় অংশ এদিন ফারদিন খানের পুরনো চেহারায় ট্রান্সফর্মেশন দেখে নস্টালজিক হয়ে পড়েছেন।

ছোটোবেলার ক্রাশ,Childhood Crush,নো এন্ট্রি পার্ট ২,No Entry Part 2,ট্রান্সফর্মেশন,Transformation,ঈদ পার্টি,Eid Party,হুমা কুরেশি,Huma Kureshi,ফরদিন খান,Fardin Khan

সবার মনে ভীড় করে এসেছে ছোটো বেলার স্মৃতি। হ্যান্ডসাম ফরদিন কে দেখে নেটিজেনদের মন্তব্য ‘বাচপন কা পেয়ার’ অর্থাৎ ‘ছোটোবেলার ক্রাশ'(Childhood Crush) । প্রসঙ্গত মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর খুব শিগগিরই নো এন্ট্রি পার্ট ২ (No Entry Part 2) তে সালমান খান এবং অনিল কাপুরের সাথে শুটিং সারবেন ফরদিন। এছাড়াও সঞ্জয় গুপ্তা এবং টি-সিরিজের যৌথ প্রযোজনায় তৈরি ‘ব্লাস্ট’ নামের ছবিতে রিতেশ দেশমুখের সাথে দেখা যাবে ফরদিন খানকে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥