বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল। আর সেরা সিরিয়াল নিয়ে একপ্রকার দ্বন্দ্ব লেগেই থাকে। কারোর মতে এটা সেরা তো কারোর মতে ওটা সেরা। মাঝে একটানা ১ বছরেরও বেশি টিআরপি লিস্টে (TRP List) প্রথমস্থানে ছিল মিঠাই (Mithai) সিরিয়াল। তারপর গাঁটছড়া (Gatchora) এসে মিঠাইকে টেক্কা দিয়ে দেয়। তবে বিগত সপ্তাহে সকলকে চমকে দিয়েছে ফুলঝুরি। বাংলার সেরা সিরিয়াল হয় গিয়েছে ধুলোকনা (Dhulokona)। এবার প্রশ্ন হল এসপ্তাহে কি নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য!
ইতিমধ্যেই এসপ্তাহের নতুন টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। এবারেও খানিক চমক মিলেছে। সবাইকে উড়িয়ে দিয়ে এবারেও প্রথমস্থান দখল করেছে ধুলোকনা। টিআরপি তালিকায় ৮.৩ পয়েন্ট পেয়েছে ধুলোকনা। এরপর রয়েছে খড়ি আর ঋদ্ধিমানের জুটি, ৭.৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়ছে গাঁটছড়া। আর প্রাক্তন বেঙ্গল টপার মিঠাই ৭.৭ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ছে।
এরপর ৭.৪ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে স্টান হয়ছে গৌরী এল সিরিয়ালের। আর পঞ্চমস্থানে একজন বা দুজন নয় একসাথে রয়েছে তিন জন। আলতা ফড়িং, লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও মন ফাগুন তিনজনেই ৬.৮ পয়েন্ট পেয়ে পঞ্চমস্থনে রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশটি সিরিয়ালের তালিকা।
সেরা দশ সিরিয়ালের টিআরপি তালিকা :
ধুলোকণা- ৮.৩ (প্রথম)
গাঁটছড়া – ৭.৯ (দ্বিতীয়)
মিঠাই – ৭.৭ (তৃতীয়)
গৌরী এলো – ৭.৪
লক্ষ্মী কাকিমা / মন ফাগুন / আলতা ফড়িং – ৬.৮
অনুরাগের ছোঁয়া ৬.৪
আয় তবে সহচরী- ৬.১
উমা ৬.২
পিলু – ৫.৬
এই পথ যদি না শেষ হয় – ৫.০
এছাড়াও নন ফিকশন শোয়ের মধ্যে দাদাগিরি পেয়েছে ৫.০ পয়েন্ট। আর স্টার জলসার ইসমার্ট জোড়ি পেয়েছে ৩.৭ পয়েন্ট। তবে অসমবয়সী প্রেমকাহিনী গোধূলি আলাপ সেরা দশের মধ্যে নেই।