কথায় বলে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন যে কে রাতারাতি সেলিব্রিটি হয়ে পরে সেটা বোঝা দায়! এই যেমন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের জেরে ভাইরাল হয়ে পড়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। একটা গানের জেরেই আজ গোটা পৃথিবী বিখ্যাত হয়ে পড়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবনবাবু। এর আগেও একাধিক গান এসেছে তবে সেগুলির ট্রেন্ড কিছুদিন পরেই ফিকে হয়ে গিয়েছে। কিন্তু ‘কাঁচা বাদাম’ কিন্তু আলাদাই চলছে।
এই একটা গানের জেরেই সকলের কাছে পরিচিতি যেমন পেয়েছেন তেমনি ফিরেছে ভাগ্য। এখন আর বাদাম বিক্রি করেন না ভুবনবাবু। নামি দামি তারকা থেকে গায়কদের সাথে জুটি বেঁধে গান গাইছেন তিনি। কিছুদিন আগেই বাংলাদেশী হিরো তথা পরিচালক ও গায়ক হিরো আলমের সাথে জুটি বেঁধে গান বানিয়েছেন তিনি। সেই গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও জায়গায় জায়গায় লাইভ শো করছেন বাদামকাকু।
যে ‘কাঁচা বাদাম’ গানের জেরে ভাইরাল হয়েছিলেন ভুবনবাবু সেই গানের স্বত্ব বেঁচে ইতিমধ্যে ৩ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকা দিয়ে শখ করে চার চাকা গাড়ি কিনেছিলেন। কিন্তু গাড়ি কিনে দুর্ঘটনায় চোট পেয়ে গাড়ির চালানো মোটামুটি ভুলে গিয়েছেন তিনি। তবে যেখানে স্ত্রী সন্তান সহ গোটা পরিবার নিয়ে থাকতেন ভুবনবাবু সেটা ছিল কাঁচা বাড়ি। অনেক কষ্ট করেই সেখানে এতদিন থাকতেন তিনি।
তবে আর নয়! এবার খড় মাটি দিয়ে তৈরী কাঁচা বাড়ি ছেড়ে একেবারে দোতলা পাকা বাড়ি তৈরী করছেন ভুবনবাবু (Bhuban Badyakar New House)। ইতিমধ্যেই বাড়ির কাজ এগিয়েও গিয়েছে অনেক দূর। ঢালাই হয়ে গিয়েছে দরজা জানলেও বসেই গিয়েছে, নতুন বাড়িতেই আপাতত থাকছেন তিনি। কারণ পুরোনো ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ঘরকে মনের মত করে সাজাতে চান ভুবনবাবু, যার জন্য এক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই এগিয়ে এসেছেন।
সম্প্রতি, কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের ইন্টারভিউ নেওয়া হয়েছিল একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সেখানে তাঁর নতুন বাড়ি দেখা যাচ্ছে। ভুবনবাবু জানান, মানুষের ভালোবাসা আর সমর্থনেই আজ তাঁর উন্নতি। নিজের গানের দৌলতে উপার্জিত টাকা দিয়েই পাকা বাড়ি তৈরী করছেন তিনি। তবে নতুন বাড়িতে একা নয় যৌথ পরিবারের সকলকে নিয়েই বাস করবেন তিনি। নিজের মুখেই সেই কথা জানান