ইদানীং সময়টা বেশ ভালোই যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রুকমা রায়ের। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’ থেকে বিপুল সাফল্য পাওয়ার পর থেকেই দর্শকমহলে নজরকাড়া ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে মাম্পি অভিনেত্রীর। এই সিরিয়াল থেকেই দর্শকমহলে দারুণ জনপ্রিয় রাজা, মাম্পি অর্থাৎ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের সাথে রুকমা রায়ের (Rooqma Roy) কেমিস্ট্রি।
আর এখন তো রাম্পিয়ানস্ অর্থাৎ এই জুটির ভক্তদের আনন্দের শেষ নেই। সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে রহস্য রোমাঞ্চে মোড়া নতুন সিরিয়াল লালকুঠি (Lalkuthi)। এই সিরিয়ালের হাত ধরেই আবার একবার পর্দায় ফিরেছে রাহুল-রুকমার জুটি। তবে এবার দর্শকদের কাছে তাদের নতুন নাম অনামিকা আর বিক্রম। চলতি মাসের প্রথমেই অর্থাৎ ২মে থেকে শুরু হয়েছে বহু প্রতিক্ষীত এই সিরিয়াল।
নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হওয়ার মাত্র ২ দিনের মাথায় ভক্তদের জন্য আরও এক নতুন সুখবর নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। খুব শিগগিরই এই টেলিভিশন অভিনেত্রীর মুকুটে জুড়ছে নতুন পালক। সিরিয়ালের গন্ডী ছাড়িয়ে এবার বড় পর্দায়ও ডেব্যিউ করছেন অভিনেত্রী। গতকালই রুকমা জানিয়েছেন তথাগত মুখার্জীর (Tathagata Mukherjee) আসন্ন সিনেমা ‘গোপনে মদ ছাড়ান’ (Gopone Mod Charan) এর হাত ধরে এবার বাংলা সিনেমায় হাতেখড়ি হতে চলেছে তার।
প্রসঙ্গত তথাগত মুখার্জী নিজেও ছোটো পর্দার অন্যতম দাপুটে অভিনেতা। দেশের মাটি সিরিয়ালে তিনি নিজেও ছিলেন রুকমার সহ অভিনেতা। সিরিয়ালে তিনি রুকমার দাদা হয়েছিলেন। প্রসঙ্গত বেশ কয়েকবছর হল অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনার কাজে মন দিয়েছেন তথাগত। বরাবরই পরীক্ষা মূলক সিনেমা তৈরি করতেই বেশি পছন্দ করেন তথাগত। ইতিপূর্বে তিনি ‘ইউনিকর্ন’ এবং ‘ভটভটি’র মতো সিনেমা পরিচালনা করেছেন।
আর এবার খুব শিগগিরই এক রাতের গল্প নিয়ে ‘গোপনে মদ ছাড়ান’ নামে আরও একটি পরীক্ষামূলক সিনেমা তৈরি করতে চলেছেন অভিনেতা। সিনেমার পরিভাষায় এটি একটি ‘সিঙ্গেল শট’ (Single Shot Cinema) সিনেমা। যা বাংলায় তো প্রথম আর গোটা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল। সাধারণত বিদেশে এই ধরনের সিনেমা তৈরি হয়। এই সিনেমার রুকমার চরিত্রটি একজন বারবণিতার। পরিচালক তথাগতর কথায় ‘ছবিটা দেখলে বোঝা যাবে রুকমা নায়কোচিত চরিত্রে রয়েছে।’ প্রসঙ্গত রুকমা ছাড়াও এই সিনেমায় গুরুপূর্ণ তিনটি চরিত্রে রয়েছেন সৌম মুখোপাধ্যায়,সোহম মজুমদার, এবং ঋষভ বসু। জানা যাচ্ছে আগামী জুন মাসেই শুরু হয়ে যাবে এই সিনেমার শ্যুটিং।