বাঙালি অথচ সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) চেনে না এমন মানুষে এ বাংলায় অন্তত নেই। ছোটবেলায় পাড়ার মাঠে হোক বা গলিতে ক্রিকেট সবাই খেলেছে। আর বাঙালির আবেগের সাথে জুড়ে গিয়েছে ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি নাম। বিশ্বের তাবড়-তাবড় স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে বল বাইরে পাঠিয়েছেন তিনি। লর্ডসের মাঠে সৌরভের জামা ওড়ানোর দৃশ্য আজও শিহরণ জাগিয়ে তোলে বাঙালি হৃদয়ে। এবার পুজোয় দাদাকে বড়সড় উপহার দিতে চলেছে কলকাতা।
এবছর ৫০ এ পা দেবেন সৌরভ গাঙ্গুলী। আর তাঁর পাড়ার কাব বড়িশা প্লেয়ার্স কর্নারের দূর্গাপুজোও (Barisha Players Corner Club Durgapujo 2022) এবছর ৫০ বর্ষে পা দিচ্ছে। পাড়ার পুজোয় সৌরভ গাঙ্গুলির অবদান থাকে প্রতিবারেই। বলতে গেলে সৌরভের বাড়ির পুজোর তাই এবার ৫০তম পুজো বর্ষে সৌরভ গাঙ্গুলিকে এক অভিনব উপহার দিতে চলেছে ক্লাব। এবছরের পুজোর থিম হতে চলেছে ‘মহারাজার ৫০এ ৫০’ (Moharaja 50 50)। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে আলোচনা।
১৯৭২ সালে সৌরভ গাঙ্গুলি জন্ম হয়, সেবছর থেকেই বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো চালু হয়। আসলে প্রতিবছরেই পুজোর সময় ভরপুর যোগ দেন সৌরভ গাঙ্গুলি। তবে এবছর আরও বড়সড় আয়োজন করার কথা ভাবছে ক্লাব। দাদার ৫০ বছরের জন্মদিনে দুর্গাপুজোর থিমটাই ‘সৌরভ গাঙ্গুলি’ করতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই বড়িশা প্লেয়ার্স কর্নারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই সুখবর জানানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘পঞ্চাশ বছর ধরে বয়ে আসা এক ধারাবাহিক ইতিহাসের উদ্যাপন হতে চলেছে ২০২২ এর শারদোৎসব। দুবছর ধরে বাংলা তথা গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যাওয়ার পরেও হার না মানা উদ্দীপনা নিয়ে ২০২২ এ একটু মাথা তুলে দাঁড়ানো। এরই মাঝে বাংলার দুর্গা পুজোর ইউনেস্কো স্বীকৃতি গর্বের প্রাপ্তি’। এরপর রয়েছে দাদার ৫০ বছরে পা দেওয়া ও সাথে সাথে পুজোর ৫০ তম বর্ষের কথা।
এই পোস্টের সাথেই শেয়ার করা হয়েছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৈরী করা একটি পোস্টার। যেখানে দেখা যাচ্ছে ‘মহারাজার ৫০ এ ৫০’। স্বাভাবিকভাবেই এমন একটা খবর পেয়ে দারুন খুশি হয়েছেন সৌরভপ্রেমীরা। তবে কিভাবে কিভাবে আয়োজন করা হবে সৌরভ থিমের পুজো বা কি থাকবে এই থিমে সে ব্যাপারে এখুনি কোনো তথ্য জানা যায়নি।