গতছরের শেষের দিকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে গাঁটছড়া (Gantchora) সিরিয়াল। বর্তমানে বাংলার প্রথমসারির এই সিরিয়ালের জোরদার টক্কর চলে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর। দুই সিরিয়ালের নায়িকা মিঠাই আর খড়িকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলতে থাকে জনপ্রিয় দুই বিনোদন মূলক চ্যানেলের দর্শকদের মধ্যে।
মিঠাই-এর একটানা বেঙ্গল টপার হওয়ার রেকর্ড ব্রেক করে দেওয়ার পর থেকেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে এই গাঁটছড়া সিরিয়াল। এখন প্রতি সপ্তাহেই টি আর পি চার্টের প্রথম এবং দ্বিতীয় স্থানের আশেপাশে ঘোরাফেরা করে এই সিরিয়াল। ধারাবাহিকের খড়ি (Khori), ঋদ্ধির (Ridhi) জুটি দারুন পছন্দ দর্শকদের। সিরিয়ালে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। অন্যদিকে নায়ক ঋদ্ধির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)।
সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। সিরিয়ালে আগেই খড়ির সাথে ঋদ্ধির আর দ্যুতির সাথে রাহুলের বিয়ে হয়েছে। ইতিমধ্যেই সিংহরায় বাড়ির সকলে জেনে গিয়েছে দ্যুতির ভুয়ো প্রেগন্যান্সি রিপোর্টের কথা। আর না বুঝেই সব কিছুর জন্য দায়ী করা হয় খড়িকে। কিন্তু খড়ি ঠিক করে এত আপমান আর মুখ বুজে সহ্য করবে না সে।
তাই নিজেই সিংহরায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসে খড়ি। পরে দাদুর কথা শুনে ঋদ্ধি খড়িকে ফিরিয়ে আনতে গেলে মুখের ওপরে দরজা বন্ধ করে দেয় খড়ি। তাই ঋদ্ধি ও জেদ ধরে যে করেই হোক সে খড়িকে বাড়ি ফিরিয়ে আনবেই। অন্যদিকে খড়িও নিজের কথা থেকে এক চুলও সরতে নারাজ। আর খড়ি ঋদ্ধির এই মন কষাকষির সুযোগ নিতে শুরু করে রাহুল।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে লোক দিয়ে খড়ির দশকর্মার দোকান ভেঙে দিয়ে সব দোষ ঋদ্ধির ঘাড়ে চাপিয়ে দিয়েছে রাহুল। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের প্রোমো। এই ভিডিওতে দেখা যাচ্ছে রাগি রাগি মুখ নিয়েই একটা রেস্টুরেন্টে গিয়েছে খড়ি ঋদ্ধি। সেখানে দেখা যাচ্ছে খড়ি বেরিয়ে আসার জন্য উঠলে খড়ির হাত চেপে ধরে ঋদ্ধি। বৌকে বলতে শুরু করে অনেক হয়েছে এবার বাড়ি চলো। এরপর খড়ি জানায় সে সত্যিই এবার বাড়ি ফিরবে কিন্তু তার একটা শর্ত আছে। কিন্তু কী সেই শর্ত তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।