সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব স্বত্তা থাকে। যা তাদের ব্যক্তিত্বকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। আর বিনোদন জগতের সাথে যুক্ত তাবড় অভিনেতা অভিনেত্রীদের তো সবসময় লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় থাকতে হয়। যার জন্য কখনও ইনডোর শুটিং তো কখনও আউটডোর শুটিং লেগেই থাকে। প্রয়োজনে যার জন্য সম্পূর্ণ অচেনা অজানা জায়গাতেও শুটিং করতে চলে যান সেলেবরা।
এক্ষেত্রে প্রত্যেক সেলিব্রেটিদেরই নিজস্ব কিছু চাহিদা থাকে। আমির খান থেকে সালমান খান কিংবা হৃত্বিক রোশন থেকে করিনা কাপুর সকলের কোনো না কোনো অদ্ভুত বায়না লেগেই থাকে। আর সেই সব শর্ত মানা হলে তবেই তারা সিনেমার জন্য সাইন করে থাকেন। তাই বিটাউনে বেশীরভাগ সেলিব্রেটিরাই কোনো সিনেমায় সাইন করার আগে নিজেদের সেইসব চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করে নেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন সেলিব্রেটি তার কোন বায়নার জন্য ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়।
১) আমির খান (Aamir Khan)
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি। সিনেমা নিয়ে তাঁর খুঁতখুঁতে স্বভাবের কথা অজানা নয় কারও কাছেই। কিন্তু অনেকেই হয়তো জানেন গজনি অভিনেতার এক অদ্ভুত স্বভাবের কথা। জানা যায় যে কোনো সিনেমায় সাইন করার আগে তিনি নির্মাতাদের শর্ত দিয়ে থাকেন তাঁর কোনো লো অ্যাঙ্গেল শট নেওয়া যাবে না। কারণ এই ধরনের শট দিতে নাকি অভিনেতার লজ্জা লাগে।
২) সালমান খান (Salman Khan)
বলিউডের ভাইজান সালমান খান। ইন্ডাস্ট্রিতে তাঁর মেজাজের কথা কারোরই অজানা নয়। কিন্তু সবকিছুকে ছাপিয়ে বলিউডের অন্যতম বড় নাম সালমান খান। তার সাথে কাজ করার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলে। তবে কোনো সিনেমায় কাজ করার আগে বরাবরই সালমানের একটি বড় দাবি থাকে। আর সেটি হল সিনেমার শুটিংয়ে তাঁকে দিয়ে অন ক্যামেরা কোনও রকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানো যাবে না। নির্মাতারা এই শর্ত মানলে তবেই সেই সিনেমায় সাইন করেন অভিনেতা।
৩) হৃতিক রোশন (Hrithik Roshan)
বলিউড সেলিব্রেটিদের এই লিস্টে রয়েছেন আমাদের দেশের গ্রিক গড বলে পরিচিত অভিনেতা হৃতিক রোশন। এই বয়সেও দেশের অসংখ্য তরুণীর ক্রাশ তিনি। যার অন্যতম কারণ হৃতিকের সেক্সি ফিগার। হৃতিকের এই বয়সে এসেও অল্প বয়সী যুবকদের মতো ঝকঝকে চেহারা আর দুর্দান্ত ফিগার অনেকের কাছেই স্বপ্নের মতো। যার অন্যতম রহস্য অভিনেতার রেগুলার জিম প্রাক্টিস করা। তাই কোনো সিনেমায় সাইন করার আগেই হৃতিকের একমাত্র শর্ত থাকে তার জন্য যেন জিমের ব্যাবস্থা থাকে।
৪) অক্ষয় কুমার (Akshay Kumar)
বলিউডের খিলাড়ি কুমার মানে বরাবরই ফ্যামিলি ম্যান। তাই অভিনয় এবং নিজের কাজের জগতে আক্কি যতই ব্যস্ত থাকুন না কেন নিজের পরিবারের জন্য সময় তিনি ঠিক বার করেই নেন। তাই কোন সিনেমায় সাইন করার আগে অক্ষয় কুমারের দাবি থাকে রবিবারের দিনট যেন তাকে ছুটি দেওয়া হয়। কারণ ওই দিন তিনি তাঁর পরিবারের সাথে সময় কাটান। নির্মাতারা এই শর্ত মানলে তবেই তিনি সিনেমায় সাইন করেন।
৫) করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)
বি-টাউনের অদ্ভুত দাবি জানানো সেলিব্রেটিদের এই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন করিনা খানও। কোনো সিনেমায় সাইন করার আগে এই বলি সুন্দরীর দাবি থাকে সিনেমায় তাঁর বীপরীতে যেন বলিউডের A লিস্টেই কোনো তারকাই থাকেন। তা না হলে তিনি সেই সিনেমায় সাইন করবেন না বলে জানিয়ে দেন নির্মাতাদের মুখের ওপর।