সিরিয়াল এখন দর্শকদের রোজকার জীবনের অঙ্গ। পছন্দের সিরিয়াল দেখতে দেখতে একটা গোটা দিন পার করে দিতে পারেন সিরিয়ালের পোকা দর্শকরা। তাই সারাদিনের ব্যস্ততা শেষে অবসর মিলতেই ক্লান্তি দূর করতে প্রতিদিনই টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখতে বসে যান দর্শকরা। দিনে দিনে দর্শকদের মধ্যেও বাড়ছে নিত্যনতুন সিরিয়ালের চাহিদা। সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই একটি নতুন সিরিয়াল গোধূলি আলাপ (Godhuli Alap)।
রাজ চক্রবর্তী (Raj Chakraborty) প্রযোজিত এই সিরিয়াল অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।এই সিরিয়ালের মূল অস্ত্র স্ক্রিপ্ট আর তুখোড় অভিনয়।তাই গোধূলি আলাপ সিরিয়ালের শেষ কথা কিন্তু কনটেন্ট। তাই টি আর পি স্কোর যাই হোক না কেন অল্প দিনের মধ্যেই দর্শকদের মনের মধ্যে ছাপ ফেলেছে এই সিরিয়াল। পেশায় বহুরূপী নোলক (Nolok) আর প্রসিদ্ধ উকিল অরিন্দম রায়ের (Arindam Roy) অসম বয়সী দাম্পত্য জীবন অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের।
এরইমধ্যে দর্শকদের কাছে ‘মিষ্টি জুটি’র তকমা পেয়েছে নোলক আর তার উকিলবাবু। সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছেন বাংলার দাপুটে অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen) এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকারের (Somu Sarkar)। প্রসঙ্গত পর্দায় কৌশিক সেনের অভিনয় নিয়ে তো নতুন করে কিছুর বলার নেইই,তবে পাল্লা দিয়ে সোমু সরকারের সাবলীল অভিনয় অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের।
প্রসঙ্গত এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন পরিস্থিতির চাপে অরিন্দম পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলককে বিয়ে করেছিলেন। সেই থেকেই দেখা যাচ্ছে সরল মনের নোলকের আচরণে একেবারে নাজেহাল অবস্থা শহরের উকিলবাবুর। প্রসঙ্গত অরিন্দমের সাথে নোলকের বিয়ে হয়ে যাওয়ায় তাকে কথায় কথায় অপদস্থ করতে উঠে পড়ে লেগেছে উকিল দিদি রোহিণী।
তবে এসবের কোনোটাই নজর এড়িয়ে যায়নি অরিন্দমের। আগেরদিন শপিং মলে নোলকের সাথে ঘটে যাওয়া ঘটনাও চোখ এড়িয়ে যায়নি অরিন্দমের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে শহুরে পার্টিতে রোহিণী আবার নোলককে অপদস্থ করতে চাইলে তখন সকলের সামনে রোহিণী কে কথা শুনিয়ে দেন অরিন্দম। এরপর দেখা যায় গাড়িতে বসে খুব সুন্দর করে নোলককে শহুরে আদব কায়দার ব্যাপারে বোঝাতে থাকে অরিন্দম।