একসময়ের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Tollywood)। জিনের দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন অভিনেত্রী। মাঝে বহুবছর অভিনয়ের থেকে দূরে সরে গেলেও ছোটপর্দার সিরিয়াল ‘সর্বজয়া’ (Sarbajaya) এর হাত ধরে কামব্যাক করেছিলেন অভিনেত্রী। শুরুতে সিরিয়ালের জনপ্রিয়তা থাকলেও দিনে দিনে জনপ্রিয়তা কমেছে অনেকটাই। তাই শেষমেশ খারাপ খবরটাই শুনতে হল দর্শকদের। শুরুর ৯ মাসের মধ্যেই শেষ হতে চলেছে সর্বজয়া সিরিয়াল।
৯ই অগাস্ট সিরিয়াল শুরু হয়েছিল, তবে তার আগেই টেলিপারে একপ্রকার হইচই পড়ে গিয়েছিল। কারণ দীর্ঘদিন পর সিরিয়ালের হাত ধরেই যে কামব্যাক করছিলেন দেবশ্রী রায়। সিরিয়াল শুরুর প্রথম দিকে জনপ্রিয় সিরিয়ালের ভিড়ে টিআরপি তালিকায় তৃতীয় হয়েছিল ‘সর্বজয়া’। তবে সেই জনপ্রিয়তা শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি বিগত মাসে সেরা দশ সিরিয়ালের মধ্যেও নেই সর্বজয়া।
জনপ্রিয়তা শুরুর থেকে কমলেও দেবশ্রী রায়ের এই সিরিয়াল অনেকের কাছেই বেশ প্রিয়। তবে চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতেই হবে। অভিনেত্রী নিজেই এই খারাপ খবরটি সকলের সাথে শেয়ার করে নিয়েছেন। সাথে ঠিক কবে শেষ হচ্ছে সিরিয়াল সেটাও জানিয়ে দিয়েছেন।
যেমনটা জানা যাচ্ছে আগামী ১৪ই মে শেষ হচ্ছে সর্বজয়া সিরিয়াল। সিরিয়ালের শেষ শুটিং তাঁর আগেই শেষ হয়ে যাবে। এদিন অভিনেত্রী একটি পোস্ট করে লিখেছেন, ‘বন্ধুরা আজ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পোস্টটা করছি। একবছর ধরে যে সিরিয়েল করছি সেটার শেষ পর্ব আগামী ১৪ই মে দেখা যাবে। যারা দেবশ্রী রায়কে সর্বজয়া হিসাবে দেখেছেন ও সমর্থন করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা’।
এছাড়াও অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে প্রতিনিয়ত অনেকেই ভালো মন্দ জানিয়েছেন সিরিয়ালে অভিনয়ের। বিষয়ে আমার ভক্ত ও অনুগামী সকলকেই ধন্যবাদ। আশা করি আবারও ভালো কোনো কাজ নিয়ে আপনাদের সামনে এসব ও আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব’।
প্রসঙ্গত, ইতিমধ্যেই জি বাংলার পর্দায় নতুন সিরিয়ালের প্রোমো হাজির হয়ে গিয়েছে। নতুন সিরিয়ালের নাম ‘খেলনা বাড়ি’ যেখানে ‘কে আপন কে পর’ সিরিয়ালের বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh) দেখা যাবে নায়কের ভূমিকায়। আর নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।