• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জল্পনাই সত্যি হল! বিচ্ছেদের খবর নিশ্চিত করলেন রোহন-সৃজলা, সোশ্যাল মিডিয়া থেকে মুছলেন ছবি

Published on:

রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,সৃজলা গুহ,Sijla Guha,বিচ্ছেদ,Break up,শন বন্দোপাধ্যায়,Sheon Bannerjee,Social media,সোশ্যাল মিডিয়া

সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি আজকের দিনে সম্পর্ক কথাটাই যেন তাসের ঘরের মত হয়ে দাঁড়িয়েছে। একসাথে সারাজীবন পথ চলার কথা ভেবে শুরু করেছিলেন যারা একসময় পরিস্থিতির চাপে বাধ্য হয়ে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসছেন তারাই। ইদানীং তো বলিউড থেকে টলিউড বিচ্ছেদ জ্বরে কাঁপছে গোটা বিনোদন জগৎ। এবার বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় জুটি রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya),এবং সৃজলা গুহ (Sijla Guha)-র বিচ্ছেদের (Break up) খবরে মন ভাঙল ভক্তদের।

কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে জল্পনায় শিলমোহর দিয়ে গতকাল অর্থাৎ রবিবার ছুটির দিনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো রকম রাখঢাক না রেখেই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য এবং অভিনেত্রী সৃজলা গুহ। প্রসঙ্গত রোহন-সৃজলা দুজনেই বাংলা বিনোদন জগতে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। দুজনেই একই পেশার সাথে যুক্ত।

রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,সৃজলা গুহ,Sijla Guha,বিচ্ছেদ,Break up,শন বন্দোপাধ্যায়,Sheon Bannerjee,Social media,সোশ্যাল মিডিয়া

কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে রোহন ভট্টাচার্য অভিনীত ‘অপরাজিত অপু’ সিরিয়াল। অন্যদিকে সৃজলা এখন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মনফাগুনে চুটিয়ে অভিনয় করছেন। এই সিরিয়ালের নায়ক ঋষি অভিনেতা শন বন্দোপাধ্যায়ের সাথে সৃজলার কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকদের। এমনকি কদিন ধরে এও শোনা যাচ্ছিল শনের সাথে সম্পর্কই রোহন সৃজলার বিচ্ছেদের কারণ।

রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,সৃজলা গুহ,Sijla Guha,বিচ্ছেদ,Break up,শন বন্দোপাধ্যায়,Sheon Bannerjee,Social media,সোশ্যাল মিডিয়া
অবশেষে এপ্রসঙ্গে নীরবতা ভাঙেন দুই অভিনেতা অভিনেত্রী। গতকালই সোশ্যাল মিডিয়ায় সৃজলার সাথে বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে নিয়ে রোহন জানিয়েছেন “আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যাক্তি নেই।” যা থেকে স্পষ্ট তাদের বিচ্ছেদের কারণ মোটেই মনফাগুন অভিনেতা শন বন্দোপাধ্যায় (Sheon Bannerjee) নন।

রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,সৃজলা গুহ,Sijla Guha,বিচ্ছেদ,Break up,শন বন্দোপাধ্যায়,Sheon Bannerjee,Social media,সোশ্যাল মিডিয়া
অন্যদিকে বিচ্ছেদ প্রসঙ্গে রোহনের নাম না নিয়েই দীর্ঘ পোস্টে অভিনেত্রী সৃজলা লিখেছেন “আমরা সবসময়ই খুব ভালো বন্ধু ছিলাম। একসাথে কাটানো আমাদের অনেক ভালো মুহূর্ত রয়েছে। আমরা একে অপরের অনেক কঠিন সময়ের সাক্ষী। ষ আমরা এখনও পরস্পরকে যথেষ্ট সম্মান করি।” এছাড়া বিচ্ছেদের কারণ হিসাবে রোহন সৃজলা বলেছেন অনেকদিন ধরেই বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে সমস্যা চলছিল তাই তারা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই একে অপরের সাথে শেয়ার করা আগের কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥