• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে এক ঝাঁক নতুন সিরিয়াল! কড়ি খেলা আর খুকুমণির পর বন্ধ হচ্ছে এই ৪ জনপ্রিয় মেগা

Published on:

Korikhela,কড়ি খেলা,Khumumoni Home Delivery,খুকুমণি হোম ডেলিভারি,Zee Bangla,জি বাংলা,Star Jalsha,স্টার জলসা,4 Famous Mega Ferial,৪ জনপ্রিয় মেগা সিরিয়াল,Off Air,বন্ধ হবে

দর্শকদের মনোরঞ্জনে কোথাও কোনো কমতি রাখতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। তাই তো দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে একঘেয়ে বস্তাপচা কনসেপ্ট দেখলেই তার পরিবর্তে একেবারে ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক চ্যানেলগুলি। আর তাছাড়া, এখন সব সিরিয়ালে টিআরপিই শেষ কথা। তাই দিনের পর দিন ভালো টিআর পি না দেওয়ার কারণেও বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক সিরিয়াল।

গত বছর থেকেই একের পর এক বিনোদনমূলক নিত্য নতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা থেকে শুরু করে জি বাংলার মতো চ্যানেল গুলি। একে অপরকে টেক্কা দিতে উভয় চ্যানেলেই নতুন নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দেওয়া হয়েছে। মাত্র একদিন আগেই জি বাংলার পর্দায় শেষবারের মতো দেখানো হয়েছে অপূর্ব, পারমিতার কড়ি খেলা সিরিয়ালের অন্তিম পর্ব। শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল খুকুমণি হোম ডেলিভারিও। বদলে আসছে অপু অভিনেত্রী সুস্মিতা দের নতুন সিরিয়াল বৌমা একঘর।

Korikhela,কড়ি খেলা,Khumumoni Home Delivery,খুকুমণি হোম ডেলিভারি,Zee Bangla,জি বাংলা,Star Jalsha,স্টার জলসা,4 Famous Mega Ferial,৪ জনপ্রিয় মেগা সিরিয়াল,Off Air,বন্ধ হবে
বদলে আগামীকাল থেকেই জি বাংলার পর্দায় শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চে ভরপুর নতুন সিরিয়াল লালকুঠি। স্টার জলসার দেশের মাটি সিরিয়ালের জনপ্রিয় রাজা মাম্পি জুটি ফিরছেন এই সিরিয়ালে। তাই ফের একবার পর্দায় অভিনেত্রী রুকমা রায়ের সঙ্গে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় দেখার অপেক্ষায় কার্যত মুখিয়ে রয়েছেন ‘রাম্পি’ ভক্তরা।

Korikhela,কড়ি খেলা,Khumumoni Home Delivery,খুকুমণি হোম ডেলিভারি,Zee Bangla,জি বাংলা,Star Jalsha,স্টার জলসা,4 Famous Mega Ferial,৪ জনপ্রিয় মেগা সিরিয়াল,Off Air,বন্ধ হবে
তবে সূত্রের খবর আসছে আরও একঝাঁক নতুন সিরিয়াল। আর নতুন সিরিয়াল মানেই পুরনো সিরিয়ালের আয়ু শেষ হয়ে যাওয়া। ইন্ডাস্ট্রির অন্দরে এখন কানাঘুঁষো শোনা যাচ্ছে কড়ি খেলা আর খুকুমণি হোম ডেলিভারির পর এবার বন্ধ হতে চলেছে বাংলার আরও চারটি জনপ্রিয় সিরিয়াল। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলার যমুনা ঢাকি সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কথা।

Korikhela,কড়ি খেলা,Khumumoni Home Delivery,খুকুমণি হোম ডেলিভারি,Zee Bangla,জি বাংলা,Star Jalsha,স্টার জলসা,4 Famous Mega Ferial,৪ জনপ্রিয় মেগা সিরিয়াল,Off Air,বন্ধ হবে

পাশাপাশি এখন শোনা যাচ্ছে দেবশ্রী রায় অভিনীত সর্বজয়া সিরিয়াল বন্ধের খবর। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় দেখানো হয়েছে কে আপন কে পর খ্যাত পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। তার বিপরীতে রয়েছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি। শোনা এই সিরিয়ালের সম্প্রচার হবে সন্ধ্যা ৭ টায়। তাই উমা সরিয়ে নিয়ে সর্বজয়ার টাইম স্লটে। অন্যদিকে স্টার জলসার দুই জনপ্রিয় সিরিয়াল খেলাঘর এবং গঙ্গারাম শেষ হয়ে যাওয়ারও খবর পাওয়া যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥