• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হ্যাপি বার্থডে মাম্মা’ ছোট্ট কবীরের থেকেই জন্মদিনের সেরা উপহার পেলেন কোয়েল মল্লিক

বাংলা ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে প্রথমেই আসেন কোয়েল মল্লিক (Koel Mallick)। বর্তমানে একজন মা ও আদর্শ স্ত্রী অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সর্বত্রই কোয়েলের নাম দেখা যাচ্ছে। কারণ? কারণ ৪০ এ পা দিলেন অভিনেত্রী। অবশ্য কোয়েলকে দেখে কিন্তু এটা বোঝা একেবারেই অসম্ভব যে ৪০ বছর বয়স হয়ে গিয়েছে তার। আজও চেহারার জেল্লা কিন্তু একই রয়ে গিয়েছে।

অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছায় ভরে গিয়েছে নেটপাড়া। লক্ষ লক্ষ অনুগামীরা যেমন সোশ্যাল মিডিয়াতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তেমনি ইন্ডাস্ট্রির সহতারকারা যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জী, ঋতাভরী সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। তবে শুধু তারা নয় সাথে আরও একজন স্পেশাল রয়েছে যে জন্মদিনে উইশ করেছে।

   

Koel Mallick,Koel Mallick Birthday,Tollywood,Tollywood Actress,কোয়েল মল্লিক,টলিউড অভিনেত্রী,রঞ্জিত মল্লিক,কোয়েল মল্লিকের জন্মদিন

সে হল কোয়েলের ছেলে ছোট্ট কবীর। ২০১৩ সালে নিসপাল সিংয়ের সাথে বিয়ে হয় কোয়েলের। এরপর বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরত্ব বাড়িয়েছিলেন অভিনেত্রী। তবে ধীরে ধীরে আবারও ফিরেছেন অভিনয়ে। এরই মাঝে ২০২০ সালের মে মাসে মা হন কোয়েল। দেখতে দেখতে ২ বছর বয়স হতে চলল ছোট্ট কবীরের।

Koel Mallick,Koel Mallick Birthday,Tollywood,Tollywood Actress,কোয়েল মল্লিক,টলিউড অভিনেত্রী,রঞ্জিত মল্লিক,কোয়েল মল্লিকের জন্মদিন

সদ্য কথা বলতে শিখেছে কবীর। তাই আধো আধো গলাতেই কথা বলে চলেছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার খুদে কবির শুরুতে ‘হ্যাপি বার্থডে কবীর, হ্যাপি বার্থডে কবীর’ করে বেড়াচ্ছিল। এরপর দাদাই তাকে বুঝিয়ে দেন যে, কবীরের নয় আজ তাঁর মাম্মার জন্মদিন। এরপর মা কোয়েলকে মিষ্টি শুরে ‘হ্যাপি বার্থডে মাম্মা’ বলে ওঠে ছোট্ট কবীর।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

প্রসঙ্গত, একসময় ‘নাটের গুরু’ ছবি দিয়ে শুরু হয়েছিল কলেকের টলিউড যাত্রা। প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একাধিক ছবির অফার আসতে থাকে আর দুর্দান্ত কিছু ছবি দর্শকদের উপহার দেন তিনি। তবে জানা যায়, ‘সাথী’ ছবিতেও নাকি কোয়েলকেই দেখতে পাওয়ার কথা ছিল। তবে পড়াশোনা শেষ না করে বাবা রঞ্জিত মল্লিক চাননি। তাই একপ্রকার বাধ্য হয়েই কোয়েলের বদলে প্রিয়াঙ্কাকে নায়িকা করা হয়েছিল।

site