বলিউডে নতুন তারকাদের অভিষেক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিলো। শাহরুখ খানের (Shahrukh Khan) দুই সন্তান আরিয়ান খান (Aryaan Khan) ও সুহানা খান (Suhana Khan) দুজনেরই ফিল্মি দুনিয়ায় পা রাখার কথা। ইতিমধ্যেই নিজের প্রথম ছবির জন্য শুটিং পর্যন্ত শুরু করে ফেলেছেন সুহানা। কিন্তু বিপত্তি হল আরিয়ানের ক্ষেত্রে। শাহরুখ পুত্র হয়েও শুরুতেই না শুনতে হল আরিয়ানকে।
প্রথমদিকে জানা গিয়েছিল যে অভিনয়েই নামতে চলেছেন আরিয়ান খান। তবে এরপর গতবছর অক্টবরে ওলটপালট হয়ে যায় জীবন। মাদক কাণ্ডে নাম জড়িয়ে যায় নাম, এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছে দীর্ঘদিন। তাই জীবনটাকে অন্যভাবে শুরু করার কথা ভেবেছেন আরিয়ান। তাই ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছন দিয়েই শুরুটা করতে চাইছেন।
হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, ফিল্মের হিরো নয় বরং পরিচালক হতে চান আরিয়ান। আপাতত এটাই তার ইচ্ছা, এমনকি এই নিয়ে কাজের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছি ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়া আর অনলাইনে যুগে বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন এর সাথে নাকি কথাবার্তাও হয়ে গিয়েছিল নতুন ছবির পরিচালনা নিয়ে।
কাজ শুরুর আগে একটা এক্সপেরিমেন্টাল শুটিং করা হয়ে গিয়েছিল মুম্বাইয়েরই কোনো এক স্টুডিওতে। তবে পাকাপাকীয়ভাবে শুটিং শুরু হয়নি। তবে আদৌ শুটিং হয়েছে কোনো নাকি পুরোটাই গুজব সেটা নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না। অনেকে আবার ভাবছেন পরিরচালক নয় হিরো হিসাবেই হয়তো বলিউডের ছবিতে ডেবিউ করবে আরিয়ান। পরিচালক হওয়ার খবর পুরোটাই নাকি ভুয়া।
সূত্রমতে যেমনটা জানাযাচ্ছে, ছবি পরিচালনার প্রস্তাব শুনিয়েছিল আরিয়ান। কিন্ত ওটিটি প্ল্যাটফর্মের তরফে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কারণ বয়সে এখনও অনেকটা ছোট সে, অভিজ্ঞতাও কম রয়েছে। তাই অ্যামাজন প্রাইম ভিডিও এর মত একটা বড় প্ল্যাটফর্মের ছবি পরিচালনার দায়িত্ব এই মুহূর্তেই দেওয়া যাচ্ছে না তাকে।
অবশ্য এতে হতাশ হননি আরিয়ান। বদলে নিজের পরিচালনা নিয়ে নিয়ে পড়াশোনা আরও জোরদার এগিয়ে নিয়ে চলেছেন। সাথে নিজেই একটা চিত্রনাট্য লিখছেন। হয়তো নিজের লেখা চিত্রনাট্য দিয়েই ছবি তৈরী করবে আরিয়ান। আর এবছর না হলেও আগামী বছরে হয়তো দেখা যেতে পারে আরিয়ানের ছবি