• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যজিতের সাথে প্রথম ছবি, চার ক্লাস পর্যন্ত স্কুল না গেলেও ইঞ্জিনিয়ার অভিনেতা কুশল চক্রবর্তী

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম কুশল চক্রবর্তী (Kushal Chakraborty)। টলিউডের ছবি থেকে শুরু করে ছোটপর্দায় নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে সর্বত্রই দর্শকদের মন জিতেছেন অভিনেতা। বয়স যখন মাত্র ৬ বছর সেই থেকেই শুরু হয়েছিল যাত্রা। অবশ্য শুধু ক্যামেরার সামনে নোই ক্যামেরার পিছনে অর্থাৎ প্রযোজনা থেকে পরিচালনার কাজও করেছেন তিনি।

বর্তমানে অভিনেতা কুশল চক্রবর্তীকে প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যায় ‘সর্বজয়া’ (Sarbajaya) সিরিয়ালে। দীর্ঘদিন পর এই সিরিয়ালের হাত ধরেই আবারও অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। তাঁর স্বামীর চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা। আজ বংট্রেন্ডের পর্দায় অভিনেতার অভিনয় জীবনের শুরু থেকে দীর্ঘ যাত্রাপথের নানা অজানা কাহিনী তুলে ধরব।

   

Kushal Chakraborty

আগেই বলেছি যে মাত্র ৬ বছর বয়সেই অভিনয়ে হাতে খড়ি হয়েছিল কুশল চক্রবর্তীর। জানলে অবাক হবেন যে সে পরিচালক নয় বিখ্যাত সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অনবদ্য সৃষ্টি ‘সোনার কেল্লা’ (Sonar Kella) ছবি দিয়েই প্রথম অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি। সেই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, হয়েছিলেন বাঙালির প্রথম ‘ফেলুদা’। তারই জাতিস্মর রূপে দেখা গিয়েছিল ছোট্ট কুশল চক্রবর্তীকে।

প্রথম ছবিতে অভিনয় করেন বেশ জনপ্রিয়তা মিলেছিল। জাতিস্মর চরিত্রে অভিনয় তার জীবনের আইকনিক চরিত্রের মধ্যে অন্যতম। আসলে অভিনেতার বাবা থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। সেই সূত্রেই প্রথম সত্যজিতের নজরে আসেন তিনি। থিয়েটারের একটা দৃশ্য অভিনয় করে দেখিয়েছিলেন সত্যজিৎ রায়কে। তাঁর পরেই প্রথম ছবির সুযোগ আসে।

Kushal Chakraborty in Sonar Kella

অনেকেই হয়তো জানেন না যে অভিনেতা চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো স্কুলে পড়াশোনা করেননি। এক সাক্ষাৎকারে তিনি জানান, বাবা মা দুজনেই শিক্ষিত হওয়ায় চার ক্লাসের পড়া বাড়িতেই হয়েছিল। যে কারণে ৬ বছর বয়সে কোন স্কুলে পড়ে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারতেন না তিনি। এর জেরে স্কুলে ভর্তি করাও বেশ মুশকিল হয়ে পড়েছিল। সেই সময় সাহায্য করেছিলেন সত্যজিত রায়।

সেই সময় পাঠভবন স্কুলের গভর্নিং বডিতে ছিলেন সত্যজিৎ রায়। তিনিই স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেন। এরপর পড়াশোনা নিয়ে অসুবিধা হয়নি। বরং চতুর্থ শ্রেণীতে না পড়লেও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি। সেই সাথে অভিনয়ের দৌলতে আজ প্রতিটা দর্শকের কাছে জনপ্রিয় তিনি।

site