সত্যিই বাংলা মোদের সোনায় মোড়া। এই বাংলার বুকেই একাধিক প্রতিভাবানেরা জন্মগ্রহণ করে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করেছে। শিল্পকর্ম থেকে সাহিত্য এমনকি খেলা থেকে অন্যান্য যেকোনো বিষয়েই বাংলার প্রতিভা রয়েছেই। এবার বাংলার গানের প্রতিভা পৌঁছে গেল জাতীয় মঞ্চে আর মুগ্ধ করল সকলকে। সম্প্রতি শুরু হয়েছে গানের রিয়্যালিটি শো সুপার সিঙ্গার সিজেন ২ (Super Singer Season 2) । সেখানেই বাংলার ছেলে মুগ্ধ করল বিচারক থেকে শুরু করে সকলকে।
এবারের সুপার সিঙ্গার সিজেন ২ এর মঞ্চে ছোটদের নিয়েই হবে গানের জগতে সেরা হওয়ার যুদ্ধ। আর প্রতিযোগীদের বিচারের জন্য বিচারক হিসাবে থাকছেন আলকা ইয়াগ্নিক (Alka Yagnik), হিমেশ রেশমিয়া (Himesh Reshmmiya) ও জাভেদ আলী (Javed Ali)। এছাড়াও ক্যাপ্টেন হিসাবে থাকছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজনের মতো সংগীত শিল্পীরা।
গত সপ্তাহে শুরু হওয়া হিন্দি সুপার সিঙ্গার সিজন ২ এর মঞ্চে প্রতিযোগী হিসাবে উপস্থিত হয়েছে নদিয়ার ছেলে প্রাঞ্জল বিশ্বাস (Pranjal Biswas)। ছোট্ট প্রাঞ্জল নিজের বাউল গানের সম্ভার নিয়ে হাজির হয়েছে মঞ্চে। এদিন বিচারক ও ক্যাপ্টেনদের সামনে নিজের বাউল গানের সুরেই সকলকে মন্ত্রমুগ্ধ করেছে। আলকা, হিমেশ, জাবেদ আলী থেকে মঞ্চে উপস্থিত সকলেই প্রাঞ্জলের গান শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন।
ওই দিন প্রথমে বাংলা বাউল গানের সুরে গান শুরু করে কৈলাশ খেরের বিখ্যাত ‘টুটা টুটা এক পারিন্দা’ গান গেয়েছে ছোট্ট প্রাঞ্জল। এই বয়সেই এতসুন্দর গান সাথে নিজেই বাজাচ্ছে বাদ্যযন্ত্র, এমন প্রতিভা সর্বদা তো আর মেলে না! মঞ্চে এমন একজন প্রতিযোগীকে পেয়ে খুশি বিচারকরা। ইতিমধ্যেই সে পরবর্তী পর্যায়ের জন্য সিলেক্টেড হয়ে গিয়েছে। ছোট্ট প্রাঞ্জলের স্বপ্ন বড় হয়ে সে ফকির হবে।
https://youtu.be/sJYXN0fT2Uc
প্রাঞ্জলের এই গানের ভিডিও ইতিমোধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যেটা বেশ ভাইরাল হয়ে পড়েছে। সাথে নেতিজ্ঞরাও প্রাঞ্জলের গান শুনে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন। সকলেই প্রাঞ্জল যাতে আরও বড় হয়ে আরও অনেক ভালো গান উপহার দিতে পারে সকলকে তার জন্য আশীর্বাদ জানিয়েছেন।