সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। সারাদিনের কাজে শেষে পছন্দের সিরিয়াল দেখে তবেই মনে শান্তি আসে। সিরিয়ালের টান টান উত্তেজনার পর্ব দেখে রীতিমত চর্চা শুরু হয়ে নেটিজেনদের মধ্যেই। এক্ষেত্রে শুধু নায়ক নায়িকাকে নিয়ে নয় বরং খল চরিত্রদের (Villain) নিয়েও আলোচনা হয়। কারণ সিনেমা হোক বা সিরিয়াল খল চরিত্র না থাকলে অসম্পূর্ণ থেকে যায়।
বাংলা সিরিয়ালের জগতে একাধিক অভিনেত্রী রয়েছেন, অনেকেই নায়িকা হিসাবে বেশ জনপ্রিয়। যেমন মিঠাই, পিহু, খড়ি এমন প্রতিটা সিরিয়ালের মূল চরিত্ররাই দর্শকদের কাছে জনপ্রিয়। তবে সিরিয়ালগুলোতে খল নায়িকা না থাকলে কিন্তু সবটাই খাপছাড়া রয়ে যেত। এই খল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য টেলিপারে রীতিমত কুখ্যাত জুন আন্টি, মিশমি দাস, কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) থেকে কমলিকাদের মত অভিনেত্রীরা।
সিরিয়ালের এই খলনায়িকাদের দেখলেই রীতিমত খেপে ওঠেন দর্শকেরা। সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও দেখা গিয়েছে যেখানে খলনায়িকাকে টিভিতে দেখেই জুতো নিয়ে মারতে দৌড়েছেন কেউ তো কেউ আবার থাপ্পড় মেরেছেন টিভির স্ক্রিনকেই। তবে একজন খলনায়িকা হিসাবে দর্শকদের এই ব্যবহার কিন্তু প্রশংসার স্বরূপ। কারণ এর দ্বারাই বোঝা যায় যে খলনায়িকা হিসাবে সার্থক অভিনেত্রী তিনি।
প্রতিবছর সিরিয়ালের সেরা অভিনেতা অভিনেত্রীদের যেমন পুরস্কৃত করা হয় তেমনি খল চরিত্রদেরকেও পুরস্কৃত করা হয়। সম্প্রতি আয়োজিত হয়েছিল ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২২ (Star Jalsha Pariwar Awards)। যেখানে সেরা খল নায়িকার পুরস্কার তুলে দেওয়া হয়েছে ‘শ্রীময়ী’ (Sreemoyee) সিরিয়ালের জুন আন্টিকে (June Aunty)। এতে অভিনেত্রী খুশি হলেও দর্শকদেড় এক অংশ অখুশী। তাদের মতে, ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) সিরিয়ালে দেবিনার অভিনয় রীতিমত গা জ্বালিয়ে দেওয়ার মত। তবুও কেন তাকে সেরা খলনায়িকা হিসাবে সম্মানিত করা হল না?
বিগত রবিবার সন্ধ্যেবেলায় সম্প্রচারিত হয়েছিল ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২২। সেই দেখেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন ‘আয় তবে সহচরী’ ফ্যানসরা। গা জ্বালিয়ে দেওয়ার মত সংলাপ বলেও কেন দেবিনা অভিনেত্রী সেরা খলনায়িকা হল না! এটা মেনে নিতে পারেননি অনেকেই।