• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজকুমারের মেয়ে হয়েও বলিউডে ডাহা ফেল! সুন্দরী হলেও এই কারণে অকালে ছেড়েছেন অভিনয়

বিনোদন জগত এমনই একটা দুনিয়া যার ঝাঁচকচকে গ্লামার ওয়ার্ল্ডের হাতছানি উপেক্ষা করার ক্ষমতা নেই কারও। আর ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সেলিব্রেটিদের বিশেষ করে তারকা সন্তানদের এই জগতের সাথে ছোট থেকেই তৈরি হয় এক অদ্ভুত যোগসূত্র। ইন্ডাস্ট্রিতে এমন অনেক অনেক জনপ্রিয় স্টার কিড আছেন যারা নিজেদের পরিবারের অভিনয়ের ধারা বজায় রেখে অভিনয় জগতে ব্যাপক নাম,যশ, খ্যাতি অর্জন করেছেন।

তবে এর উল্টো ঘটনাও আছে। যেখান দেখা যায় একজন নাম করা সেলিব্রেটির ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও অভিনয় জগতে তেমভাবে কোনো ছাপ ফেলতে পারেননি। বলিউডের এমনই একজন অনামী স্টার কিড হলেন অস্কারে নমিনেশন প্রাপ্ত ‘মাদার ইন্ডিয়া’ (Mother India) খ্যাত অভিনেতা রাজকুমারের (Rajkumaar) ছোট মেয়ে বাস্তবিকতা পন্ডিত (Vastavikta Pandit)।

   

মাদার ইন্ডিয়া,Mother India,রাজকুমার,Rajkumaar,বাস্তবিকতা পন্ডিত,Vastavikta Pandit,বলিউড,Bollywood,স্টার কিড,Star Kid

একটা সময় ছিল যখন গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে একাই রাজ করতেন অভিনেতা রাজকুমার। দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে মোট ৭০ টি ছবিতে অভিনয় করেছেন রাজকুমার। সেসময় হিন্দি সিনেমা জগতে রাজকুমারের সংলাপ বলার স্টাইল বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। তবে খুবই অল্প বয়সে গলায় ক্যান্সার ধরা পড়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা।

মাদার ইন্ডিয়া,Mother India,রাজকুমার,Rajkumaar,বাস্তবিকতা পন্ডিত,Vastavikta Pandit,বলিউড,Bollywood,স্টার কিড,Star Kid
পরবর্তীতে তাঁর অভিনয়ের ধারা অব্যাহত রাখতে সিনেমায় নামেন অভিনেতার তিন সন্তান। যাদের মধ্যে একজন হলেন ছেলে পুরুরাজ কুমার এবং দুই মেয়ে বাস্তবিকতা পণ্ডিত ও পাণিনি রাজকুমার। এই তিন স্টার কিডদের মধ্যে পুরুরাজ বেশ কিছু সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ছোট মেয়ে বাস্তবিকতা দীর্ঘ ১০ বছর ধরে চেষ্টা করেও ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের ছিটেফোঁটা ছাপ পর্যন্ত ফেলতে পারেননি।

মাদার ইন্ডিয়া,Mother India,রাজকুমার,Rajkumaar,বাস্তবিকতা পন্ডিত,Vastavikta Pandit,বলিউড,Bollywood,স্টার কিড,Star Kid

প্রসঙ্গত ১৯৯৬ সালে “আইসা ভি কিয়া জলদি হে” সিনেমার হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছিল বাস্তবিকতার। পরবর্তীতে “এইট:সানি” ছবিতে তার অভিনয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। এরপর থেকে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। স্টার কিড হয়েও অভিনয়ে সফল না হলেও বাস্তবিকতা রূপের দিক দিয়ে কিন্তু কোনো অংশেই বলিউড অভিনেত্রীদের থেকে কম ছিলেন না। তার ছবি দেখলেই একথা একবাক্যে স্বীকার করবেন যে কেউ।

site