টেলিভিশন জগতের অভিনেতা অভিনেত্রীদের স্টেজ শো করার বিষয়টি নতুন নয়। বহুদিন ধরেই টেলিভিশন তারকাদের মধ্যে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। তাদের মধ্যে অনেকেই দেখা যায় এই ধরনের শোতে গিয়ে দর্শকদের অনুরোধে গান গাইতে। তাদের মধ্যে এমন অনেক শিল্পীই আছেন যারা তাদের মিষ্টি গলায় গান গেয়ে সকলের মন জয় করে নেন সহজেই।
আবার এমন অনেকেই আছেন যারা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই এই ধরনের মাচা শোতে গান গেয়ে হাসির পাত্রে পরিণত হন। যা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায় নিমেষে। একেবারে বেসুরো গলায় গান গেয়ে ইতিপূর্বে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন একাধিক জনপ্রিয় টেলি অভিনেত্রী। এই তালিকায় রয়েছেন রানি রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে কৃষ্ণকলি খ্যাত তিয়াসা এবং কৌশানী সহ আরও একাধিক টেলি অভিনেত্রী।
বেসুরো গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড এমনই একজন জনপ্রিয় টেলি অভিনেত্রী হলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো নিরুপমা’ (Ogo Nirupama) খ্যাত উর্মি (Urmi) অভিনেত্রী সৌমি ঘোষ (Soumi Ghosh)। প্রসঙ্গত কিছুদিন আগেই গিয়েছে পয়লা বৈশাখ। নতুন বছর স্বাগত জানাতে রাজ্যজুড়ে চলে বর্ষবরণ উৎসব। সম্প্রতি এমনই এক বর্ষবরণ উৎসব উপলক্ষে আয়োজিত একটি মাচা শোতে হাজির হয়েছিলেন টেলি অভিনেত্রী সৌমি।
একেবারে সাদামাটা হ্যান্ডলুম শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। বর্ষবরণের এই অনুষ্ঠানে একেবারে খোলা মঞ্চে দাঁড়িয়ে ভক্তিমূলক গান ‘কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে’ গেয়ে ছিলেন অভিনেত্রী। আর সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেত্রী।
সৌমির গলায় এমন বেসুরো গান শুনে রীতিমতো খেপে লাল নেটজনতা। অভিনেত্রীর গান শুনে নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন যেসব অভিনেত্রীরা গান গাইতে পারে না তাদের কাছে গান গাওয়ার অনুরোধ করা হয় কেন! আর কারা তাদের কাছে এমন অনুরোধ করে থাকেন! সৌমির গান শুনে এক নেটিজেন লিখেছেন ‘গানের গলা ভালো না,শুধু ষাঁড়ের মতো চেঁচামেচি করেন। ‘ তবে শুধু গানের গলাই নয় প্রশ্ন উঠেছে শ্রোতা দর্শকদের প্রতি অভিনেত্রীর ব্যবহার নিয়েও। এদিন সৌমি যেভাবে দর্শকদের তুই তোকারি করেছেন তাতে আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন দর্শক।