এই মুহূর্তে সারা দেশের যে কোনো প্রান্তে দক্ষিণী সিনেমার আকাশছোঁয়া চাহিদা। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা রিলিজ করার পর এখন দিনে দিনে সিনেমা প্রেমীদের মধ্যেও বাড়ছে দক্ষিণী সিনেমার প্রতি ব্যাপক কৌতুহল। একের পর এক বক্স অফিস কাঁপিয়ে মুক্তিপ্রাপ্ত সাউথের সিনেমাগুলি নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তবে ১৪ এপ্রিল মুক্তির আগে থেকেই এই মুহূর্তে সকলের সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘কে জি এফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2)। প্রশান্ত নীল পরিচালিত সুপারস্টার যশ অভিনীত এই সিনেমা ঘিরে দর্শকদের উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো।
২০১৮ সালে কেজিএফ চ্যাপ্টার ওয়ান মুক্তির পর থেকেই এর সিক্যুয়েল বেরনোর অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকরা। এমনিতে সুপারস্টার যশকে নিয়ে ভক্তদের পাগলামির অন্ত নেই। বিশেষ করে কে জিএফ ফ্যানদের কাছে তো রকি ভাইয়ের ডায়লগ থেকে স্টাইল সবকিছুই দারুন জনপ্রিয়। এখনও পর্যন্ত সম্ভবত প্রায় সকলেই এই সিনেমাটি দেখে ফেলেছেন। তাই সকলেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন অভিনেতার লম্বা ঘন দাড়ি রাখার স্টাইল। কেজিএফ চ্যাপ্টার ১ -এও রকি ভাইয়ের এই দাড়ি থাকলেও তা কিন্তু এই সিনেমার সিক্যুয়েল অর্থাৎ চ্যাপ্টার ২-তে আরও বেশি ছিল। তাই একজন কে জি এফ ফ্যান হিসাবে যশের এমন অনেক অন্ধ ভক্তই রয়েছেন যারা রকি ভাইয়ের স্টাইলে তার মতো দাড়ি রাখতে চাইছেন।
কেতাদুরস্ত এমন অনেক যুবক রয়েছেন যাদের কাছে আজকের দিনে গোঁফ, দাড়ি স্টাইল স্টেটমেন্টের একটি অঙ্গ। কিন্তু গোঁফ-দাড়ি তো আর চাইলেই পাওয়া যায় না। তা গজাতে নির্দিষ্ট একটা সময় লেগেই যায়। যা যথেষ্ট সময়সাপেক্ষ। তাই এক্ষেত্রে অনকেই চটজলদি সমাধান হিসাবে বেশকিছু বাজার চলতি তেল বা ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু তা অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তাই এক্ষেত্রে রয়েছে বেশ কিছু ঘরোয়া টোটকা। যার ব্যবহার করলে কোনোরকম সাইড এফেক্ট ছাড়াই যে কেউ পেতে পারেন লম্বা ঘন গোঁফ দাড়ি। আজ বং ট্রেন্ডের পাতায় দেওয়া হল, ঘরোয়া উপায়ে দাড়ি-গোঁফের ঘনত্ব বাড়ানোর সহজ টোটকা।
১) দাড়ি গোঁফ জমাতে হবে
একটু খোঁজ নিলে দেখা যাবে আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা ঘন দাড়ি পাওয়ার আশায় বার বার দাড়ি কাটেন। তাদের যত দ্রুত সম্ভব এই অভ্যাস ছাড়তে হবে। আর ঘন এবং লম্বা গোঁফ-দাড়ি পেতে অন্তত দেড় মাস অন্তর শুধু একবার ছেঁটে নিলেই পাওয়া মনের মতো দাড়ি গোঁফ।
২) পেঁয়াজের রস
চুল গজাতে কিন্তু পেঁয়াজের রসের জুড়ি মেলা ভারতের। যা গোঁফ-দাড়ি গজানোর ক্ষেত্রেও সমান উপকারী। এই পেঁয়াজের রসে থাকা সালফার গোঁফ-দাড়ি ঘনত্ব বাড়ায় তাই কিছু না হলেও সপ্তাহে অন্তত তিন দিন গোঁফ-দাড়ির ঘনত্ব বাড়াতে পেঁয়াজের রস দারুন উপকারী।
৩) ইউক্যালিপটাস তেল
এক্ষেত্রে বিশেষ উপকারী হল ইউক্যালিপটাস তেল। যা বিশেষ ভাবে কাজে আসে। প্রতি দিন এই তেল ব্যবহার করলে গোঁফ-দাড়ি ব্যপক ঘন হয়ে ওঠে।
৪) ভিটামিন বি কমপ্লেক্স ও সি
ভিটামিন বি কমপ্লেক্স ও সি গোঁফ-দাড়ি বাড়িতে কিন্তু দারুন উপকারী। বিশেষ করে চিকিৎসকরাও এটি ব্যাবহারের পরামর্শ দিয়ে থাকেন। প্রয়োজনে ভিটামিন ক্যাপসুল খাওয়ার পাশাপাশি খাদ্যতালিকাতেও রাখা যেতে পারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার।
৫) শুকনো হাতে মালিশ
এক্ষেত্রে রয়েছে আরও একটি ঘরোয়া টোটকা। যা গোঁফ-দাড়ি গজাতে বিশেষ সাহায্য করে। তার জন্য শুকনো হাতে নিজের গালে প্রায় ৫ মিনিট ধরে মালিশ করতে হবে। এতে মুখে রক্ত সঞ্চালন বাড়ার পাশাপাশি ঘন গোঁফ-দাড়ি গজায়।