সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। আর দর্শকদের চাহিদা মেটাতে ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়াল নিয়ে আসছে বিনোদনমূলক চ্যানেলগুলিও। এই তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম প্রথমসারির সিরিয়াল গাঁটছড়া (Gantchora)। শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে স্টার জলসার বেঙ্গল টপার এই সিরিয়াল।
খড় ঋদ্ধির টক ঝাল মিষ্টি সম্পর্কের মাঝে ফিকে হয়ে যায় বাংলার সেরা মিঠাপানির ম্যাজিকও। দেখতে গেলে সাপ্তাহিক টিআরপি রেটিংয়ে দুই প্রতিদ্বন্দ্বি চ্যানেলের এই দুই সিরিয়ালের মধ্যে রীতিমতো দড়ি টানাটানি চলতে থাকে। গাঁটছড়া সিরিয়ালে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। অন্যদিকে নায়ক ঋদ্ধির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)।
প্রায় প্রতিদিনই এই সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। সিরিয়ালে ইতিমধ্যেই খড়ির সাথে ঋদ্ধির আর দ্যুতির সাথে রাহুলের বিয়ে হয়েছে। সিংহরায় বাড়ির বৌ হওয়ার লোভে প্রেগন্যান্ট হওয়ার টোপ দিয়ে রাহুলকে বিয়ে করতে বাধ্য করেছে দ্যুতি। কিছুদিন আগেই খড়ি রিপোর্ট দেখে খড়ি জেনেছে দ্যুতি আদৌ প্রেগন্যান্ট নয়।
একথা খড়ি নিজের মুখে ঋদ্ধিকে জানানোর আগেই এরপর সেই রিপোর্ট এসে পড়ে ঋদ্ধির হাতে। এরপর আর একমুহূর্ত দেরি না করে বাড়ির সবার সামনে দ্যুতির মিথ্যে নাটকের কথা জানিয়ে দেয় ঋদ্ধি। আর সবার সামনে ভালো সাজতে প্রতি বারের মত এবারও খড়ির ঘাড়েই দোষ চাপায় দ্যুতি। তখন ঋদ্ধি জানায় খড়ির সাথে পরে বোঝাপড়া করে নেবে সে, কিন্তু দ্যুতি যা করেছে তার জন্য শাস্তি তাকে পেতে হবেই।
কিন্তু বাড়ির সবাই এবারৈও সবকিছুর জন্য এবারও দোষারোপ করে খড়িকেই। এরইমধ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ঋদ্ধিকে তার দাদু বলছে খড়িকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনতে। অন্যদিকে রাহুল বাড়ি বসে ষড়যন্ত্র করছে কীভাবে আবার খড়ি আর ঋদ্ধির ক্ষতি করা যায়।