সিরিয়াল ছাড়া এখন গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা এখন সিরিয়াল প্রেমীদের প্রতিদিনের অভ্যাস। রোজকার ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে বিনোদনমূলক সিরিয়ালগুলি।দর্শকদের সারাদিনের ক্লান্তি মেটাতে কিন্তু বিনোদনে ভরপুর এই সিরিয়ালগুলির জুড়ি মেলা ভার।
এখন তো সপ্তাহজুড়েই বিনোদনমূলক চ্যানেল গুলোতে চলতে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। আর এই মুহুর্তে রাজ্যের গন্ডি ছাড়িয়ে সারা দেশেই কিন্তু বেশ জনপ্রিয় বাংলার একাধিক সিরিয়াল। তবে এখন কিন্তু সব সিরিয়ালে টি আর পি (TRP)- ই শেষ কথা। তাই প্রতি সপ্তাহেই বাংলার একাধিক বিনোদন মূলক চ্যানেল গুলোর মধ্যে চলতে থাকে টি আরপির লড়াই।
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে এই টিআরপি চার্টে ভালোই স্কোর চলেছে স্টার জলসার একাধিক জনপ্রিয় সিরিয়াল। তাই সব মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে স্টার জলসার। দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই একের পর এক সিরিয়ালে আনা হচ্ছে নতুন চমক। সম্প্রতি টি আর পি চার্টে বাংলার সেরা মিঠাইকে সরিয়ে স্লট লিডার হয়েছে ধুলোকণা (Dhulokona)।
যার অন্যতম কারণ এই সিরিয়ালের নায়ক, নায়িকা লালন (Lalon), ফুলঝুরির (Phuljhuri) বিয়ে ঘিরে চলছে টানটান উত্তেজনা। ইতিপূর্বে একাধিকবার লালন ফুলঝুরির বিয়ে হতে হতে মাঝপথে বাধা পেয়েছে। তাই এবার সত্যি সত্যিই লালন,ফুলঝুরির বিয়ে দেখার আশায় বুক বেঁধেছিলেন দর্শক। কিন্তু আবার এক বড়সড় বোকামি করে বসে ফুলঝুরি। লালনের বাবার কথা শুনে বিয়ের মন্ডপ ছেড়ে উঠে আসে সে।
অন্যদিকে চড়ুই (Chorui) ফুলঝুরিকে ঘরে তালা বন্ধ করে আটকে রেখে লালনের দিদি ডলির বুদ্ধিতে নিজে একহাত ঘোমটা টেনে বিয়ের কনে সেজে মন্ডপে বসে পড়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চড়ুইয়ের সিঁদুর পরা ছবি। তবে সত্যিই তাদের বিয়ে হবে নাকি সবটাই চড়ুইয়ের স্বপ্ন এখন সেটাই দেখার। কিন্তু যদি সত্যিই ফুলঝুরির বদলে লালনের সাথে চড়ুইয়ের বিয়ে হয় তাহলে সিরিয়াল বয়কট করার ডাক দিয়েছেন নেটিজেনরা।