বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী হলেন ছোট পর্দার ‘পাখি’ (Pakhi) অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার মারকাটারি ফিগার আর মোহময়ী রূপের জাদুতে ঘায়েল বাংলার অসংখ্য তরুণ হৃদয়। ছোট পর্দা থেকেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী।অনেকদিন আগে সানন্দা টিভির জনপ্রিয় সিরিয়াল “সবিনয় নিবেদন” দিয়েই যাত্রা শুরু হয়েছিল মধুমিতার।
এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রসঙ্গত এই প্রথম সিরিয়ালেই মধুমিতার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী। এই সিরিয়ালের সূত্র ধরেই তৈরি হয় সম্পর্ক। একটা সময় ছিল যখন চুটিয়ে প্রেম করতেন এই সেলিব্রেটি জুটি। পরবর্তীতে আইনি বিয়ে সেরে ফেলেন টেলিপাড়ার এই প্রাক্তন জুটি।
সবকিছু ভালোই চলছিল প্রথম সিরিয়ালের পরেই এস ভি এফ এর প্রযোজনায় স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ তে পাখি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। সেই থেকে আজও বাংলার মানুষের কাছে তিনি পাখি নামেই বেশি পরিচিত। তবে কেরিয়ার গ্রাফ তরতরিয়ে উপরে উঠতে থাকলেও মধুমিতার ব্যাক্তিগত জীবনে নামে বড়সড় ধ্বস।
২০১৯-এর শেষের দিকেই বিচ্ছেদ হয়ে ইন্ডাস্ট্রির এককালের মোস্ট হ্যাপনিং জুটির। কিন্তু আজও খাতায়-কলমে স্বামী-স্ত্রী সৌরভ-মধুমিতা। তবে সৌরভ মধুমিতা দুজনেই এখন তাদের সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন। একবার এক সাক্ষাৎকারে সৌরভের সাথে বিয়ে প্রসঙ্গে মধুমিতা বলেছিলেন খুব অল্প বয়সে বিয়েটা করার আফসোস রয়েছে তার। অভিনেত্রীর কথায় তাড়াহুড়ো করে বিয়ে না করলে কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘দিদি নম্বর ১’-এর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত সেখানে বিয়ের পরপরই এসেছিলেন নায়িকা। সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন ‘সেই কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো। তারপর সেই ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে। তারচেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।’ অভিনেত্রীর এই পুরনো ভিডিও দেখে কেউ লিখেছেন, ‘ভবিষ্যতদ্রষ্টা’, তো কেউ বলেছেন, ‘ডিভোর্স হবে জেনেই তো দেখছি মেয়েটা বিয়ে করেছিল’!