বাংলা জুড়ে মিঠাই (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তার কথা নতুন করে কি বলবো! দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে মিঠাইয়ের মিষ্টতা। বিগত একবছরেরও বেশী সময় ধরে বাঙালীর ঘরে পৌঁছে গিয়েছে মিঠাই ময়রার সুখে, দুঃখে, মিষ্টি মুখে থাকার টোটকা। বিগত কয়েকদিন ধরেই সিরিয়ালে চলেছে টানটান উত্তেজনা। ইতিমধ্যেই দেখা গিয়েছে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মিঠাই রানির জীবন থেকে হারিয়ে গিয়েছে তার উচ্ছে বাবু।
কিন্তু মিঠাই বিশ্বাস করে গোপাল থাকতে তার দাদুর কিচ্ছু হতে পারে না। তাই সে কারও কথায় কান না দিয়েই সিডি বয়ের অপেক্ষা করছে। আজই টিভির পর্দায় সম্প্রচারিত পর্বে দেখা গিয়েছে খুঁজতে খুঁজতে হুবহু সিদ্ধার্থের(Sidharth) মত দেখতে রিকি নামে এক রক সিঙ্গারের মিউজিক কনসার্টে পৌঁছে গিয়েছে মিঠাই সহ গোটা হল্লাপার্টি।
কিন্তু তার হাবভাব দেখে কেউই বিশ্বাস করবে না ওটা সিদ্ধার্থ। এখন দেখার মিঠাইকে তার উচ্ছে বাবুর কাছে পৌঁছে দিতে শেষ পর্যন্ত কি খেল দেখায় মিঠাইয়ের গোপাল। প্রসঙ্গত নায়িকা মিঠাই, এবং নায়ক সিদ্ধার্থ ছাড়া আরও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এই সিরিয়ালে। যার মধ্যে অন্যতম রাজীব অভিনেতা সৌরভ এবং তোর্সা অভিনেত্রী তন্নি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে একটি শপিং মলে একসাথে শপিং করছে মিঠাইয়ের বড় জামাইবাবু রাজীব কুমার (Rajeev Kumar) আর বড় জা তোর্সা (Torsha)। শুধু তাই নয় গোটা শপিং মলে তাদের হাত ধরে দাপিয়ে বেড়াচ্ছে তাদের ছেলে। এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সকলের বক্তব্য তাহলে নন্দা রাজীব কুমারের ওপর অকারণে সন্দেহ করে না।
তবে আসল ঘটনা টা অন্য। ভিডিওতে যে বাচ্চা টিকে দেখা যাচ্ছে আদতে সে তোর্সা আর রাজীব কুমারের ছেলে নয়। আসলে ভিডিওটি পুরনো একটি বিজ্ঞাপনের। আর এই বিজ্ঞাপনটিতে স্বামী স্ত্রী সেজে ছিলেন মিঠাই সিরিয়ালের রাজীব কুমার আর ট্যাস বুড়ি। সেখানে তাদের একটা ছেলেও ছিল। এই ভিডিওটিই কোনো একজন মিঠাই ভক্ত মজা করে ফেসবুকে ছেড়ে দিয়ে লিখেছেন ‘ ট্যাসবুড়িকে নন্দা (Nanda) কেন সহ্য করতে পারে না এবার সেটা বোঝা যাচ্ছে’।