সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ রানু মন্ডলকে (Ranu Mondal) চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার। একসময় রানাঘাটের স্টেশনের ধারে ‘এক প্যার কা নাগমা যায়’ গান গেয়ে ভাইরাল হয়েচিলেন রানু দি। এরপর রাতারাতি বদলে যায় ভাগ্য, সোজা মুম্বাইয়ে পাড়ি। ফুটপাত থেকে সোজা রাজকীয় জীবনে পা রেখেছিলেন তিনি।
মুম্বাইতে হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সাথেই ‘তেরি মেরি’ গানের রেকর্ডিং করেছিলেন তিনি। কিন্তু খ্যাতি যেমন হটাৎ করে এসেছিল তেমনিই চলেও গিয়েছে। খ্যাতি পাওয়ার পর রানুদির কিছু কথা নেটিজেনদের খুবই খারাপ লেগেছিল। তাছাড়া হুটহাট বেফাঁস মন্তব্য করে বসতেন রানু দি। একবার তো হিমেশকে বালি বইতে দেখেছেন বলে জানান সংবাদ মাধ্যমকে। যদিও সেটা একেবারেই মিথ্যে। এরপর অবশ্য মুম্বাই থেকে ফিরতে হয়েছে নিজের রানাঘাটের ভাঙা বাড়িতেই।
বর্তমানে নিজের পুরোনো ভাঙা বাড়িতেই থাকেন রানু মন্ডল। তবে সোশ্যাল মিডিয়া আর ইউটিউবের দৌলতে আজও নেটপাড়ায় হামেশাই ভাইরাল হতে দেখতে পাওয়া যায় রানুদিকে। এমন একটা অবস্থা থেকে যাত্রা শুরু করে এলাহী জায়গায় পৌঁছে কিভাবে আবারও নিজের হালে ফিরলেন তিনি? এবার সেই নিয়েই তৈরী হচ্ছে আস্ত একটা বায়োপিক।
হ্যাঁ বলিউডে তৈরী হচ্ছে রানু মন্ডলের বায়োপিক, নাম ‘রানু মারিয়া’ (Ranu Maria)। ইতিমধ্যেই ছবির অভিনেত্রী, গান থেকে চিত্রনাট্য লেখার কাজ শেষ। রানু মন্ডলের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঈশিকা দে। ঈশিকার রানু মন্ডল লুক অনেক আগেই ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। এমনকি ছবির জন্য গানও রেডি, নিজেই গান গেয়েছেন রানুদি। তবে এবার নিজের বায়োপিক নিয়ে একটি আর্তি জানালেন রানু মন্ডল।
সম্প্রতি, জানা যাচ্ছে যে ছবির কাজ জোর কদমে এগালেও ছবিতে হিমেশের চরিত্র কে করবেন সেটা নিয়ে সমস্যা হচ্ছে। কোনো অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছে না ওই চরিত্রের জন্য। এদিকে হিমেশ ছাড়া রানু মন্ডলকে আজ সেভাবে লোকে চিনতেনই না! তাই রানুদি তথা ছবির পরিচালক হিমেশের কাছে আর্তি করেছেন যাতে হিমেশ নিজেই নিজের চরিত্রে অভিনয় করেন।
পরিচালক হৃষিকেশ মন্ডল রানুমন্ডলের সাথে একটি ভিডিওবার্তা শেয়ার করেছেন। যেখানে প্রথমেই রানু মন্ডলকে হিমেশের সাথে রেকোর্ডিং করা ‘তেরি মেরি’ গান গাইতে দেখা যাচ্ছে। ভিডিওটির সাথে একটি লম্বা বার্তা দিয়ে হিমেশকে আর্জি জানানো হয়েছে ছবিতে অভিনয়ের জন্য। কারণ এর আগেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া।