তেলেগু ছবি KGF-2 এর বাজার এই মুহূর্তে বিশ্বজোড়া ,মুক্তির পর থেকেই এই ছবির সাফল্য তরী থামার নাম করছেনা। কাশ্মীর থেকে কন্যা কুমারী এই ছবির জনপ্রিয়তা তুঙ্গে। ছবিতে সুপারস্টার যশকে (Yash) দেখা গিয়েছে মূল চরিত্রে। কেজিএফ : চ্যাপ্টার ১’ (KGF : Chapter 1) দেখার পর থেকে গোটা ভারতের প্রশ্ন ছিল একটাই, কেজিএফের আগামী পর্ব কবে মুক্তি পাবে? অবশেষে গত ১৪ই এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা পরিচালক প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমা মুক্তির ৪ দিনের মধ্যেই ৫৫১ কোটি টাকার ব্যাবসা করে ফেলেছে। রেকর্ড ব্রেকার এই সিনেমাটি মুক্তির আগেই তৈরি করেছে ইতিহাস। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের মুন্না ভাই সঞ্জয় দত্ত এবং এভারগ্রীন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।
সঞ্জয় দত্তের পাশাপাশি ছবির জন্য দুর্দান্ত প্রশংসা পেয়েছেন “টিপ্ টিপ্ বরষা পানি” খ্যাত সুন্দরী রবিনা ট্যান্ডন। এই ছবির মাধ্যমে দীর্ঘ কয়েক বছর পর পর্দায় কামব্যাক করেছেন তিনি। ছবিতে দেশের সবচেয়ে ক্ষমতাবান প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন , তার অভিনয়ের প্রশংসা শুধু হিন্দিভাষীরাই নয় বরং সাউথের দর্শকেরাও করছেন।
কেজিএফ ২ তে তার চরিত্র প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুকরণে তৈরী। যশের মতো সুপারস্টারের ছবিতে অভিনয় করার পরেও রবিনা দর্শকদের মনে ছাপ ফেলতে পেরেছেন। অনেকেই তার এই চরিত্রকে তুলনা করছেন বাহুবলীর শিবগামী সঙ্গে।
বাহুবলীতে শিবগামী চরিত্রে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন। শিবগামী ছিলেন মাহিষমতীর রানী মা। একজন শক্তিশালী, মানবিক ও সৎ জাতীয়তাবাদী নারী হিসেবে তার চরিত্র দেখানো হয়েছে। ন্যায়-অবিচারের প্রশ্নে নিজের গর্ভ থেকে জন্ম নেওয়া পুত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নারী। আর KGF-2 তেও রবিনা ট্যান্ডনকে একজন শক্তিশালী নারী রাজনীতিবিদ হিসেবে দেখানো হয়েছে , পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়েও তিনি একজন দৃঢ় নির্ভিক প্রধানমন্ত্রী। রবিনার এই টান টান অভিনয়ের কারণেই তিনি প্রশংসিত হচ্ছেন। বাহুবলি যেমন শিবগামী চরিত্র ছাড়া অচল ঠিক তেমনই রবিনা ট্যান্ডন ছাড়া KGF-2 এর কোনও মানেই দাঁড়াত না।